বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের পদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন নবীগঞ্জে সংঘর্ষ নিরসনে শালিস প্রক্রিয়া চলাকালেই ১১৫ জনের বিরুদ্ধে মামলা আদালতগুলোতে ছিল শোক ভাবগাম্ভির্য্য ॥ শোক প্রস্তাবের মধ্য দিয়ে হবিগঞ্জে বিচার কার্যক্রম শুরু ঢাকায় বিমান বিধ্বস্তে নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল সুতাং নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লাখাইয়ে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে কৃষির রূপ বানিয়াচং উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল হোসেনকে বিদায় সংবর্ধনা শহরে যৌথবাহিনীর সাড়াশি অভিযান শায়েস্তাগঞ্জে উঠানে খেলার সময় বজ্রপাতে শিশু নিহত

মাধবপুরে আদালতের নির্দেশে ৩০ বছর পর ভূমির দখল পেল ক্রেতা মফিজ মিয়া

  • আপডেট টাইম বুধবার, ১৩ আগস্ট, ২০১৪
  • ৫০৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ভূূমি ক্রয় করার প্রায় ৩০ বছর পর দখল পেলেন ক্রেতা মৌজপুর গ্রামের মফিজ মিয়া (৫৫)। দীর্ঘ ৩০ বছর মামলা পরিচালনার পর আদালতের নির্দেশে দেওয়ানী কার্যবিধি আইনের ২১ অর্ডার, ৩৫ রুল এর বিধানমতে সোমবার হবিগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমনা আল মজিদ এর নেতৃত্বে হবিগঞ্জ জেলা জজ আদালতের নাজির, মাধবপুর থানার উপ-পরিদর্শক লিটন ঘোষ এর সমন্বয়ে বিপুল সংখ্যক পুলিশ প্রতিপক্ষের দখলে থাকা ৩টি পাকা ও২টি টিন সেট ঘর গুড়িয়ে দিয়ে বাদি মফিজ মিয়াকে ভূমির দখল সমজিয়ে দেন। দিকে চরম বিপাকে পড়েছেন দখলহারা আব্দুল সহিদ, এয়াকুব আলীসহ ৫টি পরিবারের প্রায় ৩০ জন নারি পুরুষ ও শিশু। এসব পরিবারের লোকজন খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছেন। জানা যায় মৌজপুর গ্রামের মৃত আফর আলীর এক ছেলে তোরাব আলী, ২মেয়ে আক্কলি বিবি ও আবুনি বিবি ওয়ারিশ থাকলেও প্রতারণার মাধ্যমে তোরাব আলী তার নামে পৈত্রিক সমস্ত সম্পদ এসএ রেকর্ড করিয়ে নেয়। বিষয়টি না জেনে একই গ্রামের দুুদ মিয়ার ছেলে মফিজ মিয়া আক্কলি বিবি হইতে মৌজপুর মৌজার ৬৩৩ দাগের ১৩ শতক বাড়ি রকম ভূমি ক্রয় করেন। অপর দিকে তোরাব আলীর ওয়ারিশ আনোয়ার হোসেনের কাছ থেকে একই ভূমি খরিদ করেন সহিদ ও এয়াকুবরা। সেখানে তারা পাকা ঘর নির্মান করে বসবাস করে আসছেন। এ নিয়ে বিরোধ দেখা দিলে ১৯৯১সনে আক্কলি বিবি আদালতে বাটোয়ারা মামলা করেন। মামলা আক্কলি বিবির পক্ষে রায় হলে তার থেকে ক্রেতা মফিজ মিয়া বাদী হয়ে পূনরায় প্রতিপক্ষের বিরুদ্ধে উচ্ছেদ মামলা করেন। এ মামলায় প্রতিপক্ষকে উচ্ছেদ করে বাদীকে দখল দেওয়ার ডিক্রি দেওয়া হয়। এ ডিক্রি বলে সোমবার মফিজ মিয়াকে দখল সমজিয়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com