শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

আপনজনের বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের বৃহৎ ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ”আপনজন” এর উদ্যোগে ঈদ উপহার হিসেবে তিন শতাধিক নারী পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল এ উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
আপনজন সভাপতি প্রধান শিক্ষক প্রানেশ রঞ্জন দাশ এর সভাপতিত্বে ও উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ রোটারিয়ান মোঃ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ। স্বাগত বক্তব্য রাখেন আপনজনের সাধারণ সম্পাদক মোঃ মকছুদ আলী।
বক্তব্য রাখেন আপনজনের সাবেক সভাপতি এডঃ ছগীর আহমেদ সাজ্জাদ, সাবেক সভাপতি হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রোটারিয়ান মোহাম্মদ শাহীন, সাবেক সভাপতি-শিশু সংগঠক বাদল রায়, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মোর্শেদ কামাল, সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম হারুন, আপনজনের কার্যনির্বাহী কমিটির সদস্য পোস্ট মাষ্টার শফিকুর রহমান তোফায়েল প্রমুখ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সাবেক সভাপতি এডঃ মোঃ সফিকুল ইসলাম, গীতা পাঠ করেন আপনজনের সহ-সভাপতি মাধব চন্দ্র রায় এবং মোনাজাত পরিচালনা করেন সমাজ কল্যাণ সম্পাদক প্রধান শিক্ষক ফজলুল করীম খসরু।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সনজিত রায়, এড. আজিজুল হক চৌধুরী জুয়েল, কৃষি ব্যাংকের ম্যানেজার জিতেশ রঞ্জন সুত্রধর, কৃষি ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জামান, পার্থ সারথী তালুকদার, ব্যবসায়ী হাজী কুতুব উদ্দিন, ব্যবসায়ী সিরাজ উদ্দিন, সাবেক সমবায় কর্মকর্তা আনিসুর রহমান তালুকদার, উপসহকারী মেডিকেল অফিসার ফরাশ উদ্দিন, আপনজনের কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন ও ওসমান রমিজুল করীম লিটন।
আপনজন গত ১২ বৎসর যাবৎ রমজান মাসে ঈদের প্রাক্কালে অসহায় অস্বচ্ছল মানুষের মাঝে বস্ত্র বিতরণ, শীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে। এপর্যন্ত ৪০ লক্ষাধিক টাকা সামাজিক কার্যক্রমে আপনজন ব্যয় করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com