বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ ওসি সহ আহত শতাধিক মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উত্তাল বানিয়াচং ॥ আজ বিকাল ৪টায় প্রতিবাদ সভার আয়োজন আজমিরীগঞ্জের আ’লীগ নেতা আমজাদ তালুকদার সেনাবাহিনীর হাতে গ্রেফতার সাংবাদিক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ সাংবাদিক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ হবিগঞ্জে নাগরিকতা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গাজীপুর মহানগরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চুনারুঘাটে মানববন্ধন শহরের উত্তর শ্যামলী এলাকার কালভার্টের নিকট সড়কের পাশে বৈদ্যুতিক খুটি হেলে পড়েছে হবিগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরী গ্রেফতার শহরের রাজনগর এলাকায় মি. বার্গারে সেনাবাহিনীর অভিযান

বানিয়াচংয়ে খালার জানাযা শেষে ফেরার পথে দুর্ঘটনায় দুই ভাই নিহত

  • আপডেট টাইম রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৩০৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে খালার জানাযা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্য হয়েছে। এ ঘটনায় শিশুসহ ওই পরিবারের আরো ৪জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ মার্চ) রাত পৌনে ৮টার দিকে বানিয়াচং উপজেলার ভাটিপাড়া নামক এলাকায় ট্রাক্টরের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের গাড়ি দিয়ে হতাহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত দুই ভাই বানিয়াচং উপজেলার চিলাপাঞ্জা গ্রামের বানাই মিয়ার ছেলে মহিন উদ্দিন (৭০) ও তাজউদ্দিন (৫৫)। আহত হলেন, নিহত তাজউদ্দিনের ছেলে মিশকাত (৭), নিহত মহিন উদ্দিনের স্ত্রী রিজিয়া বেগম (৫৫), চিলাপাঞ্জা গ্রামের নবীর হোসেনের স্ত্রী খাইরুন্নেছা (৫২) ও একই গ্রামে মিন্নত আলীর ছেলে মো. আলী।
হতাহতদের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, খালার জানাজা পড়ার জন্য নিহত দুই ভাই তাদের পরিবারের লোকজন বানিয়াচংয়ের উজিরপুর গ্রামে গিয়েছিলেন। ইফতারের পর দুটি সিএনজিচালিত অটোরিক্সা যোগে তারা বানিয়াচং ফিরছিলেন। পথিমধ্যে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের ভাটিপাড়া নামক স্থানে একটি ট্রাক্টরে সাথে ধাক্কা লেগে দুটি সিএনজিই উল্টে যায়। এতে গুরুতর আহত হন মহিন উদ্দিন ও তার আপন ভাই তাজ উদ্দিন। আহত হন পরিবারের আরো ৪জন। এ সময় বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ হবিগঞ্জ শহর থেকে বানিয়াচং যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা দেখে তিনি তার গাড়ি দিয়ে হতাহতদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক শাহ অর্নব বলেন, ইউএনও কে নিয়ে তিনি হবিগঞ্জ থেকে বানিয়াচং যাচ্ছিলেন। এ সময় ভাটিপাড়া এলাকায় দুর্ঘটনায় হতাহতদের দেখতে পান ইউএনও। সাথে সাথে তিনি হতাহতদের গাড়ি দিয়ে হাসপাতালে পাঠিয়ে ইউএনও সিএনজি যোগে বানিয়াচং চলে যান।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, তিনি হবিগঞ্জ শহর থেকে ফেরার পথে দূর্ঘটনাটি দেখতে পাই। তখন অনেকগুলো গাড়ি সেখানে থাকলেও কেহ রোগীদের নিতে রাজি হননি। তাৎক্ষণিক তিনি তার গাড়ি দিয়ে আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে তিনি অন্য একটি সিএনজি নিয়ে বানিয়াচং চলে যান বলে জানান। পরে তিনি জানতে পারেন আহত দু’সহোদর মৃত্যু বরণ করেছেন।
দূর্ঘটনার খবর পাওয়া মাত্রই বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নির্দেশে এসআই সামছুল আরেফীনসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক ট্রাকটি আটক করেন। বানিয়াচং থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর সহযোগিতায় প্রায় ১ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com