শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় আরও ১ জন গ্রেফতার ইন্টারনেট অপব্যবহার থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে বাহুবলে শিক্ষার্থীদের শপথ মাধবপুরের ইউপি চেয়ারম্যান মাসুদ খানকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ মালয়েশিয়ায় হবিগঞ্জের যুবকের মৃত্যু ॥ সুখের মুখ দেখার শুরুতেই না ফেরার দেশে মহিবুর হবিগঞ্জ পৌর এলাকার ৩ ওয়ার্ডে লোডশেডিং ॥ জনদূর্ভোগ চরমে শ্মশানঘাটের পশ্চিমে বাইপাস পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কারাগার থেকে থানায় নিয়ে যাওয়া রিমান্ডের আসামি অসুস্থ নবীগঞ্জে টাকা ছিনতাইকালে জনতার হাতে ২ যুবক আটক ॥ পুলিশে হস্তান্তর করেননি সাবেক কাউন্সিলার!

হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর ভালোবাসায় সিক্ত হলেন এটর্নী মঈন চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৮১ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আমেরিকা থেকে ॥ হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক উদ্যোগে সিলেটের সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর নব নিযুক্ত এটর্নী মঈন চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মার্চ ২০২৩ ইংরেজি রবিবার মামা‘স পার্টি হলে এ মতবিনিময় অনুষ্ঠিত ।

হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এটর্নী মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনক এর সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শফিউদ্দীন তালুকদার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর বোর্ড অব ট্রাস্টি ছদরুন নুর, বাংলাদেশ লো সোসাইটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা তাজুল ইসলাম তালুকদার (চেয়ারম্যান), হবিগঞ্জ সদর সমিতি সভাপতি মিয়া মোঃ আছকির, নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক সভাপতি শেখ জামাল হোসেন, নিউইয়র্ক স্টেট যুবদলের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি রেজাউল আজাদ ভূইয়া ও সাবেক উপদেষ্টা লিয়াকত আলী (চেয়ারম্যান) প্রমুখ।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র নব নিযুক্ত এটর্নী মঈন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির কার্যকারী পরিষদের সদস্যবৃন্দ।
ভনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া,সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান আলী টিপু, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সাবেক সহ-সভাপতি সাব্বির হোসেন, পূবালী ব্যাংকের ম্যানেজার মঞ্জু মিয়া চকদার, ওসমানীনগর অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সাবেক সভাপতি বশির উদ্দিন, বরিশাল বিভাগ সমিতির সাবেক সভাপতি লুৎফুর রহমান লাতু, এডভোকেট মিহির পাল চৌধুরী, এড. এ এফ এম মোঃ জুবায়ের হোসেন, হবিগঞ্জ সদর সমিতি সাবেক সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ খান, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র এর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ ও নাজনীন হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি আশফাকুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদকমোঃ আলী খান জুনেদ, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র এর প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর মিয়া, হবিগঞ্জ সদর সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, ও সাবেক সহ-সাধারণ সম্পাদক সোহাগ আফসার, সদস্য তাজুল ইসলাম মানিক, সাবেক আইন মন্ত্রীর ভাগিনা আনিসুর রহমান ভূঁইয়া, আব্দুল গনি সুলতান, আবদাল হোসেন, জহুর আলী চৌধুরী, সাবেক বাংলাদেশ পুলিশ কর্মকর্তা এএসপি মোঃ কামরুল ইসলাম প্রমুখ।
সভাপতির সমাপনি বক্তব্য পূর্বে প্রবাসে ও দেশে হবিগঞ্জ জেলার অসুস্থ সকল ব্যক্তিদের রোগমুক্তি কামনা ও মৃত্যু ব্যক্তি দেওায়া এবং সংগঠনের সার্বিক কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক জনাব রুহুল আমীন সিদ্দিক।
পরিশেষে সংগঠনের সার্বিক কল্যানের লক্ষে সকলের করণীয় ও সকলকে শুভেচ্ছা জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন। অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর নেতৃবৃন্দরা বলেন- এটর্নী মঈন চৌধুরী আমাদের গর্ব। তিনি আমাদের দেশের সুনাম বয়ে আনছেন। আমাদের এই সংগঠনের পাশে তিনি আজীবন থাকবেন বলে আমরা আশাবাদী। অনুষ্ঠানে এটর্নী মঈন চৌধুরী বলেন- হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক আমাকে যে ভালোবাসা দিয়েছে তা কখনো ভুলবো না। তাদের ভালোবাসা পেয়ে আবেগে আপ্লুত। যতদিন বেঁচে থাকবো হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র সকল সদস্যদের বিপদে আপদে পাশে থাকবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com