সোমবার, ১৯ মে ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

নবীগঞ্জে দু’গ্রামের সংঘর্ষে শিবগঞ্জ বাজার রণক্ষেত্র ॥ পুলিশসহ আহত শতাধিক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৪৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের শিবগঞ্জ বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে বাজার রণক্ষেত্রে পরিণত হয়েছে। ৩ ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ উভয় পরে শতাধিক লোকজন আহত হয়েছে। এ সময় ভাচুর করা হয়েছে সিএনজিসহ বেশ কয়েকটি দোকানপাট। সংঘর্ষ চলাকালে পুরোটা সময় যান চলাচল বন্ধ ছিল। পরে নবীগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করে। সংঘর্ষে আহতদের সিলেট, হবিগঞ্জ ও নবীগঞ্জ হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের শিবগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- মঙ্গলবার (৭ই মার্চ) সকালে বানিয়াচং উপজেলার সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়-য়া বানিয়াাচং উপজেলার হলদারপুর গ্রামের শাহেদ মিয়ার ছেলে মোহাম্মদ আকাশ ও নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামের আব্দুর রকিবের ছেলে আব্দুর রহিমের মধ্যে স্কুলে বাগবিতণ্ডা হয়। বিষয়টি বাড়িতে অভিভাবকদের অবগত করে এই দুই ছাত্র। পরে উভয় ছাত্রের অভিভাবক এ নিয়ে একে অপরের সাথে কথা বলার এক পর্যায়ে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এনিয়ে দুই গ্রামবাসী পিকল, টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে শিবগঞ্জ বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বিপুল পরিমান ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। ফলে পুরো বাজার রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় ৩ ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে সড়কের যানচলাচল বন্ধ ছিল। সংঘর্ষ চলাকালে ৩টি মিশুক, ২টি সিএনজি গাড়ি দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ৩ ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের শতাধিক লোকজন আহত হয়েছেন।
পরে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, বাহুবলের সার্কেল সহকারি পুলিশ সুপার আবুল খয়ের, বানিয়াচং থানার ওসি অজয় রায় সহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উভয়পকে দাঙ্গা হাঙ্গামা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে শিবগঞ্জ বাজারে স্বাভাবিক চলাচলের উদ্যোগ নেন।
আহতদের মধ্যে গুরুতর আহত হাফিজুর রহমান (৩৫), ওহি মিয়া (২১), আলা আমিন (২৩), মামুন আহমদ (২৭) ও সফিকুর ইসলাম (৫১)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত ইয়াওর মিয়া (৬০), মেহেদুর রহমান (২৮), হাবিব মিয়া (২০), সাইফুল ইসলাম (২৬), কাওছার মিয়া (৩০), সেলিম উদ্দিন (২২), তাজেল মিয়া (৪৫), রাকু মিয়া (৩৪), নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম (৪০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্য আহতদের হবিগঞ্জ আধুনিক হাসপাতালসহ স্থানীয় বাজারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, ডালিম আহমেদ বলেন, সন্দলপুর উ”চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়-য়া দুই ছাত্রের মধ্যে স্কুলে বাগবিতণ্ডা হয়। এ বিষয়টি অভিভাবকদের জানায় এই দুই ছাত্র। পরে দুইছাত্রের অভিভাবকরা একে পরের সাথে নিয়ে কথা বলতে গেলে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়, একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনা¯’লে গিয়ে দুইপক্ষের সংঘর্ষের মধ্যবর্তী¯’ানে অব¯’ান নিয়ে পরি¯ি’তি স্বাভাবিক করি। এতে আমাদের অনেক পুলিশ সদস্যের গায়ে ইটের আঘাত লাগে, এখন পরি¯ি’তি শান্ত আছে। বিশ”ড়খলা ঠেকাতে পুলিশের টহল জোরদার রয়েছে। তিনি বলেন- বুধবার বিকেল পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com