স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি এডঃ মো. আবু জাহির বলেছেন একটি দেশের উন্নয়নের পূর্ব শর্ত হল শিা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। অতীতের সরকারগুলো এ ব্যাপারে ছিল উদাসীন। কিন্তু আওয়ামীলীগ যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে তখনই এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছে। বিএনপি-জামায়াত জোট যখন বিদ্যুতের বারটা বাজিয়েছিল তখন আওয়ামীলীগ সরকার সেই বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দিয়েছে। আওয়ামীলীগ তৃণমুল মানুষের দল। তাই সব সময় এই দল তৃণমূলের মানুষকে গুরুত্ব দেয়। এমনকি দলীয় নেতা ও প্রতিনিধি নির্বাচনেও তৃণমূলের মতামতকে গুরুত্ব দেয়া হয়। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ দেশের গরীব ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করে। সর্বক্ষেত্রেই যখন সরকার সফলতার স্বাক্ষর রেখেছে, তখন বিরোধী দল ভীত হয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগস্ট মাসের শোককে শক্তিতে পরিণত করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
তিনি গতকাল বিকেলে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বৈদ্যের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের কাজের ভিত্তি প্রস্তুর শেষে আয়োজিত সমাবেশে একথাগুলো বলেন।
লস্করপুর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান হিরুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আব্দুল আহাদ ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত, এটিও মকসুদ আলী (অবঃ), জাহেদুর রহমান জাহেদ, মোহাম্মদ আলী মুন্সী, আরমান আলী, আব্দুল জলিল, আব্দুল হাই প্রমূখ।