নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে আন্তর্জাতিক জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা-আইইউসিএন ঘোষিত বিপন্ন প্রাণী ‘গন্ধগোকুল’ উদ্ধার করেছে বনবিভাগ। গতকাল সোমবার (৬ মার্চ) দুপুরে নবীগঞ্জ শহরের প্রাইম ব্যাংক থেকে গন্ধগোকুল উদ্ধার করা হয়।
জানা যায়- সোমবার সকালে প্রাইম ব্যাংক নবীগঞ্জ শাখার ওয়াশরুমে গন্ধগোকুল দেখতে পান ব্যাংকের নিরাপত্তাকর্মীরা। এসময় তারা গন্ধগোকুলকে আটক করে বন বিভাগকে খবর দেয়া হয়। খবর পেয়ে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী, অফিস সহকারী টিপলু দেব, অনু রঞ্জন অধিকারী ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় গন্ধগোকুল উদ্ধার করা হয় । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রাইম ব্যাংকের ম্যানেজার চৌধুরী মোহাম্মদ জাফর ইকবাল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার প্রমুখ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘বন-জঙ্গল উজাড় হয়ে যাচ্ছে বিধায় খাবারের খোঁজে লোকালয়ে চলে এসেছে। ফলে এখানেই বংশ বিস্তার করছে। আমাদের নিজেদের জন্য এদের বাঁচিয়ে রাখা দরকার। প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠা এসব প্রাণী বন ছেড়ে লোকালয়ে চলে আসাটা ভাবনার বিষয়।’
এ প্রসঙ্গে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন- “গন্ধগোকুল বাংলাদেশের একটি বিপন্ন প্রজাতির প্রাণী। আইইউসিএন এই প্রাণীটিকে বিপন্ন ঘোষণা করেছে। নবীগঞ্জে গন্ধগোকুল আটক করা হয়েছে খবর পেয়ে আমরা আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেছি। তিনি আরও বলেন- উদ্ধার হওয়া গন্ধগোকুলে পায়ে আঘাত রয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা শেষে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।