শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

নবীগঞ্জে স্ত্রী’র হাতে স্বামী খুন আদালতে স্ত্রীর স্বীকারোক্তি

  • আপডেট টাইম শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১৭৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নিজ চৌকি বাউসী গ্রামে বৃদ্ধ আব্দুর রহমান (৬৫) কে সম্পত্তির লোভে স্ত্রী আলেয়া বেগম পরিকল্পিত ভাবে হত্যা করেছে বলে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই অনিক পাল। গত বৃহস্পতিবার বিকালে আব্দুর রহমান নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করে থানা পুলিশ। এই হত্যাকান্ডের পরপরই সন্দেহের তীর স্ত্রী আলেয়া বেগম ও সন্তানের দিকে যাচ্ছিল। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে স্ত্রী আলেয়া বেগম স্বামীকে হত্যাকান্ডের দায় স্বীকার করেন। এ ব্যাপারে নিহতের বড় মেয়ে শিপা বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা নং- ০২/ তারিখ ০২-০৩-২০২৩ইং দায়ের করেন। মামলায় বাদীনির মা ও নিহতের স্ত্রী আলেয়া বেগমকে প্রধান করে অজ্ঞাত নামাদের আসামী করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, উক্ত গ্রামের বৃদ্ধ আব্দুর রহমান (৬৫) এর ৪ মেয়ে ও ৪ ছেলে রয়েছে। ২ ছেলে প্রবাসে থাকে। বড় মেয়ে শিপা বেগমও প্রবাসে ছিল। বর্তমানে ওই মেয়ে ঢাকাতে বসবাস করে। বাড়িতে স্ত্রী ও ৫ ছেলে মেয়ে থাকে। আব্দুর রহমানের সাথে তার স্ত্রী আলেয়া বেগমের দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে মনোমালিন্য চলে আসছিল। স্বামী আব্দুর রহমান আলাদা রুমে থাকেন। সন্তানরে নিয়ে স্ত্রী অপর রুমে থাকেন। বুধবার দিবাগত গভীর রাতে আব্দুর রহমান নিজ শয়ন কক্ষে খুন হন। বৃহস্পতিবার সকালে প্রতিবেশী আব্দুর রহমানকে ডাকতে এসে রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ পক্ষে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ওসি মোহাম্মদ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের থানায় নিয়ে আসেন। নিহত আব্দুর রহমানের নাকে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে নিহতের বড় মেয়ে শিপা বেগম বাদী হয়ে মা আলেয়া বেগম এর নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে স্ত্রী আলেয়া বেগম তার স্বামী বৃদ্ধ আব্দুর রহমানকে সম্পত্তির লোভে হত্যা করে মর্মে স্বীকার করেন।
গতকাল শুক্রবার সকালে নিহতের ময়না তদন্তের জন্য মৃতদেহ হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়। ধৃত স্ত্রী আলেয়া বেগমকে নিয়ে তদন্ত কর্মকর্তা এসআই অনিক পাল হবিগঞ্জের বিজ্ঞ আদালতে হাজির করলে আলেয়া বেগম ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেছেন বলে জানিয়েছেন পুলিশ।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ডালিম আহমদ বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে নিহতের স্ত্রী হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তদন্তকালে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com