বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ হবিগঞ্জ শহরে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আটক ৩ লাখাইয়ে পানিতে পড়ে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ বিএনপি চায় জনগণের প্রতিনিধি জনগণই নির্বাচিত করুক লতিফি হ্যান্ডস ইউএসএ’র অফিশিয়াল উদ্বোধন অনুষ্ঠানে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ॥ সর্বাবস্থায় জন্মভূমির মানুষকে ভালোবেসে আর্থ মানবতার সেবায় এগিয়ে আসুন মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার ॥ ঘাতক স্বামী সোহাগ র‌্যাবের হাতে আটক লন্ডনে গবেষণা স্মারক কালের অভিজ্ঞানের মোড়ক উম্মোচন শায়েস্তাগঞ্জে বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল গ্রেপ্তার কামড়াপুর থেকে চালককে মারপিট করে টমটম নিয়ে গেছে ছিনতাইকারী

নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যকরি কমিটির প্রথম সভা অনুষ্টিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যকরি কমিটির প্রথম সভা গত সোমবার ৫ ফেব্রুয়ারি অনুষ্টিত হয়েছে। বারমিংহাম এর একটি স্থানীয় হলে এই সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২ টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে রাত্র সাড়ে ৭ টা পর্যন্ত মৌলিক বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি শাহ আলী হায়দার। সভা সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শিক্ষানুরাগী সংগঠনের সভাপতি মাহতাব মিয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হাই। বর্তমান কমিটির কোষাধক্ষ নুরুল কাছ রিপনের হাতে বিগত কমিটির সাধারণ সম্পাদক আব্দুস শহীদ একাউন্ট সহ সংগঠনের সব ধরনের কাগজ তুলে দেন। নতুন কমিটিকে স্বাগত জানাতে বাংলাদেশে উক্ত ট্রাস্ট কর্তৃক পরিচালিত নবীগঞ্জ ইউকে আইসিটি ইন্সটিটিউটের অফিস কক্ষে অনলাইনে সংযুক্ত ছিলেন উক্ত ইন্সটিটিউটের সভাপতি অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি রেজাউল আলম, অধ্যক্ষ ফয়সল আহমেদ চৌধুরী, সদস্য রাজীব চন্দ্র দাশ, লোকমান খান, রাসেল মিয়া, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য কামরুল হাসান চুনু মিয়া, ট্রাস্টি আবুল বশর প্রমুখ। বক্তারা বলেন, বিলেতের নবীগঞ্জ প্রবাসীদের অন্যতম বৃহৎ শিক্ষা ট্রাস্ট ‘নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট। নবীগঞ্জ উপজেলার শিক্ষার কল্যাণে কাজের ধারা অব্যাহত রেখে সংগঠনটি কাজ করে আসছে যুগ যুগ ধরে। এলাকার আর্থ-সামাজিক ও শিক্ষা সেবার মানউন্নয়ন কল্পে নবীগঞ্জকে একটি শিক্ষিত জনপদ গঠনের স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে এই সংগঠন। উল্লেখ্য, ২০০০ সালে যাত্রা শুরু করেছিলো ব্রিটেনে বাঙালি কমিউনিটির অন্যতম বৃহৎ শিক্ষা ট্রাস্ট হিসেবে স্বীকৃত যুক্তরাজ্য তথা বহির্বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করা সংগঠন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে। যুগের সাথে তাল মিলিয়ে এবং শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী নতুন নতুন কোর্স চালু করার সীদ্বান্ত গৃহিত হয়। কার্যকরি কমিটির সকলের একান্ত প্রচেষ্টায় এবং আর্থিক সহযোগিতায় ভবনের দ্বিতীয় তলার কাজ শীঘ্রই শুরু হবে। সংগঠনের সহ-সভাপতি ফকরু উদ্দিন চৌধুরী ভবনে নামাজের সু-ব্যবস্থা করার সুপরামর্শ দেন। সাথে সাথে কার্যকরি কমিটির সদস্য আবু ইউসুফ চৌধুরী বলেন, সাধারণ সদস্যদের নিয়ে ভবিষ্যতে ফ্যামেলি গেট টুকেদারের মাধ্যমে ফান্ড রাইজিং এব ব্যবস্থা করার। সারাদিন ব্যাপী অনুষ্ঠানের সার্বিক সহযোগিতার জন্য সহ-সভাপতি ফিরুজ খান সবার প্রশংশায় প্রশংসিত হন। বক্তারা সাধারণ সদস্য নিয়োগের ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যানদের মধ্য উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য ছরুক মিয়া, আবু সুফিয়ান, কার্যকরি কমিটির ফিরোজ খান, শাহ আলী হায়দার, মোহাম্মদ হাদিছ মিয়া, ফকরু উদ্দিন চৌধুরী, মোতাহির মিয়া চৌধুরী, আবু তাহের, তমিমুল ইসলাম চৌধুরী, আব্দুস শহীদ, এনায়েতুর রহমান খান, আবু ইউসুফ চৌধুরী, আবু তাহের এমবিই, মুজিবুর রহমান, বদরুল আলম, মরতুজা মিয়া, আবুল ফয়েজ, শেখ শামীম আহমদ, জিল্লুর রহমান, আতিকুর রহমান লিটন, শাহ মোবাশ্বির আলী, আলী হায়দার, জাবেদ হোসাইন প্রমুখ। পরিশেষে সভার সম্মাতিতে সভাপতি মাহতাব মিয়া সমাপনী বক্তব্যে ট্রাস্টের উন্নায়নে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান। উক্ত সভায় বিপুল সংখ্যক ট্রাস্টিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com