শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

নদী খাল বিল বাঁচলে বাংলাদেশ বাঁচবে- এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি বলেছেন, নদীমাতৃক বাংলাদেশের সিংহভাগ মানুষের জীবনযাত্রা থেকে ব্যবসা-বাণিজ্য সবই নদী কেন্দ্রিক। তাই, নদী ও নদীর পানি রক্ষা এবং পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। নদী খাল বিল বাঁচলেই বাংলাদেশ বাঁচবে।
গতকাল ১৩ জানুয়ারী শুক্রবার বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা উপজেলায় সারাদেশে জাইকা প্রকল্পের ৫টির মধ্যে একটি পানিউমদায় উন্নয়নের কাজের জন্য বরাদ্দকৃত প্রায় ১০কোটি টাকা ১লক্ষ টাকা ব্যয়ে ধারাবাহিকতায় নদী খননের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় নদী খাল বিল ভরাট ও নাব্যতা কমে যাওয়ায় অকাল বন্যায় প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষেতের ফসল, ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা। নদী হারাচ্ছে তার স্বাভাবিক গতিপথ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বহমান নদী রক্ষায় বিশেষ প্রকল্প হাতে নিয়েছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ও পানিউমদা ইউপি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক মনসুর আলম, সদস্য মুহিত মিয়া, জহির আহমদ জয়, আরজদ আলী, আকরাম হুসেন, শামীম আহমেদ (মহসিন), আবু তাহের, আব্দুল আউয়াল, শওকত হোসেন, মোশারফ হোসেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) সাব্বির আহমদ, সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, দুলু মেম্বার, বদরুজ্জামান, মসর্হুদ আহমদ, খায়রুল ইসলাম, মুক্তিযোদ্ধা সোনা মিয়া সহ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com