সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

কালিয়ারভাঙ্গায় প্রতিবন্ধির হত্যার ঘটনার কয়েকদিন পর নিরীহ ব্যক্তিদের জড়ানোর অপচেষ্টা

  • আপডেট টাইম রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা গ্রামে গত ২৯ নভেম্বর দুই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মধ্যে ঝগড়ার এক পর্যায়ে একজনের লাঠির আঘাতে অপর ব্যক্তির মৃত্যু হয়। যা ওই এলাকাবাসী ও পুলিশের বরাতে হবিগঞ্জের প্রায় সবকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। কিন্তু ঘটনার কয়েকদিন পর একে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে একটি কুচক্রী মহল। বিষয়টির সাথে ওই এলাকার কিছু নিরপরাধ ব্যক্তিকে জড়িয়ে ফায়দা লুটবার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে কালিয়ারভাঙ্গা গ্রামের বিভিন্ন শ্রেণী ও বয়সের লোকজনের সাথে কথা বললে তারা জানান, ওই গ্রামের হাজী বাড়ি এলাকার মানসিক ভারসাম্যহীন মন্নান মিয়া ও ইদু মিয়া ঘটনার দিন একই সাথে একটি হাওরে এক সাথে ছিলেন। ওই সময় কোন একটা বিষয়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এসময় ইদু মিয়ার লাঠি দিয়ে মন্নান মিয়ার মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত মন্নান মিয়াকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে পরদিন মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শীও ছিলেন।
এর মধ্যে স্কুল ছাত্র জানান, গরু চরানোর সময় সময় হঠাৎ ইদু মিয়া লাঠি দিয়ে মন্নান মিয়াকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়েন। দেখার পর সে চিৎকার করে। এক পর্যায়ে হাওরে থাকা অন্য লোকজন ও পথচারীরা এগিয়ে এসে আহত মন্নান মিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। টুক চানপুর গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তি জানান, ওই দুই ব্যক্তি জন্ম থেকেই মানসিকভাবে অসুস্থ। যে কারণে তাদের বিয়ে পর্যন্ত হয়নি। তারা দুজন আবার একইসাথে সবসময় চলাফেরা করেন। ওইদিন একজন আরেকজনের পায়ে গোবর ছুড়ে মারা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এ সময় ইদু মিয়া লাঠি দিয়ে মন্নানকে মাথায় আঘাত করেন। এই ঘটনা পুরো এলাকার সকলেই অবগত। স্থানীয়রা জানান, ইদু মিয়া লাঠির আঘাতে মন্নান মিয়া মারা গেছেন বলেই পুরো এলাকার মানুষ জানেন। কিন্তু এখন শোনা যাচ্ছে কয়েকজন নিরপরাধ ব্যক্তিকে এর সাথে জড়ানোর চেষ্টা করছেন কতিপয় লোক। সত্য ঘটনাকে ধামাচাপা দেয়া অন্যায়। এ ব্যাপারে কালিয়ারভাঙ্গা ইউপি সদস্য শফি আহমেদ বলেন, ইদু মিয়া ও মন্নান মিয়া দুজনই মানসিক প্রতিবন্ধী। তাদের নামে প্রতিবন্ধী ভাতার কার্ডও আছে। ইদু মিয়ার আঘাতে মন্নান মিয়ার মৃত্যু হয়েছে। যা আমরা সকলেই জানি। কিন্তু এখন শোনা যাচ্ছে কয়েকজন নিরপরাধ মানুষের নামে থানায় মামলা বা অভিযোগ দেয়ার চেষ্টা করা হচ্ছে। যেহেতু দুজনই মানসিক প্রতিবন্ধী তাই আমরা স্থানীয়ভাবে বিষয়টি সুন্দরভাবে সমাধানের চেষ্টা করছি।
এ নিয়ে ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী জানান, আঘাতকারী ও নিহত ব্যক্তি দুজনই মানষিক প্রতিবন্ধি। কিন্তু এখন টাকার লোভে আরও কয়েকজনকে এই ঘটনায় হয়রানির চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ডালিম আহমেদ জানান, এখন পর্যন্ত মন্নান মিয়ার মৃত্যু নিয়ে কোন মামলা হয়নি। তবে অভিযোগ দেয়া হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com