বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে নতুন ভিসি হবিগঞ্জের সন্তান প্রফেসর ড. জহিরুল হকের যোগদান

  • আপডেট টাইম শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগের শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন উপাচার্য (ভিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট শহরতলির বটেশ্বরস্থল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে যান তিনি। ক্যাম্পাসে তাঁকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। এ সময় ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মুহিতুল বারী রহমান, উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, আইন অনুষদের ডিন শেখ আশরাফুর রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, প্রক্টর অধ্যাপক ড. মোঃ জামাল উদ্দিন, রেজিস্ট্রার তারেক ইসলামসহ বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন ভিসিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সবাইকে সাথে নিয়ে নতুন ভিসি জহিরুল হক ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে সম্মেলন কক্ষে পরিচিতিমূলক অনুষ্ঠানে নতুন ভিসিকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন সংশ্লিষ্টরা। এ সময় তিনি মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভিসি অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘সিলেটের সুনামধন্য মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে এর আগে অধ্যাপক হাবিবুর রহমান ও অধ্যাপক ড. সালেহ উদ্দিন ভিসি হিসেবে অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁরা উভয়েই ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি। পরে তাঁরা মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যোগ দেন। আমি শ্রদ্ধাভরে তাঁদেরকে স্মরণ করছি। বিশেষ করে প্রয়াত হাবিবুর রহমান স্যারের আত্মার শান্তি কামনা করছি।’ তিনি বলেন, ‘শাবি থেকে পাস করা আমিই প্রথম শিক্ষার্থী, যে কর্মজীবনে এসে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছে। এজন্য আমি গর্ববোধ করছি এবং আমাকে নিয়োগ দেওয়ায় মহামান্য রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’


বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, ‘নতুন ভিসির নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় মেট্রোপলিটন ইউনিভার্সিটি আধুনিক, গুণগত ও মানসম্পন্ন শিক্ষা প্রদানে আরও এগিয়ে যাবে, এটুকুই আমাদের প্রত্যাশা। এজন্য তাঁকে যতো ধরনের সহযোগিতা প্রয়োজন, আমরা সবাই মিলে তা করবো।’
প্রসঙ্গত, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন ভিসি হিসেবে অধ্যাপক মোহাম্মদ জহিরুল হককে নিয়োগ দেন। গত ১৬ নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। জহিরুল হকের বাড়ি হবিগঞ্জের পৌর শহরের শায়েস্তানগরে। দেশের ভিসিদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ।
তিনি ১৯৯৩ সালে হবিগঞ্জ জেলা শহরের জে কে এন্ড এইচ কে হাইস্কুল থেকে সাধারণ বিজ্ঞান বিভাগে স্টার মার্কসহ প্রথম বিভাগে এসএসসি ও ১৯৯৫ সালে সরকারি বৃন্দাবন কলেজ থেকে মানবিক বিভাগে প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন। পরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এ্যাফেয়ার্স বিভাগে ভর্তি হয়ে অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রাখেন। এ বিভাগ থেকে এ গ্রেড ও ডিস্টিংশন নিয়ে বিএসএস অনার্স ডিগ্রী লাভ করেন। বিএসএস পরীক্ষায় তার প্রাপ্ত সিজিপিএ ছিল সমগ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ। এজন্য তিনি রাষ্ট্রপতি তথা চ্যান্সেলর গোল্ড মেডেল লাভ করেন। একই সাথে স্কুল অব সোস্যাল সায়েন্সে সর্বোচ্চ সিজিপিএ’র জন্য ভাইস-চ্যান্সেলর মেডেল ও ইউজিসি মেরিট স্ক্লারশিপ-২০০০ এবং বিভাগে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্তির জন্য ইউনিভার্সিটি বুক মেডেল লাভ করেন। পরবর্তিতে একই বিভাগ থেকে ডিস্টিংশনসহ এ গ্রেড নিয়ে এমএসএস ডিগ্রী লাভ করেন। উক্ত শিক্ষাবর্ষে স্কুল অব সোস্যাল সায়েন্সে সর্বোচ্চ সিজিপিএ’র জন্য ভাইস-চ্যান্সেলর মেডেল ও তার বিভাগে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্তির জন্য ইউনিভার্সিটি বুক মেডেল লাভ করেন। তিনি ২০০৯ সালে শাবিপ্রবি’র প্রথম কোন ছাত্র হিসেবে যুক্তরাজ্যে কমনওয়েলথ স্কলারশীপ লাভ করেন। উক্ত স্কলারশীপের অধীনে ইংল্যান্ডের লিডস বেকেট ইউনিভার্সিটি’র এপ্লাইড গ্লোবাল ইথিকস থেকে পিস এন্ড ডেভেলপমেন্টে মেরিট এওয়ার্ডসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ২০১২ সালে দ্বিতীয়বারের মতো কমনওয়েলথ স্কলারশীপ পেয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ থেকে ২০১৮ সালে পিএইচডি সম্পন্ন করেন।


অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাবিপ্রবিতে বঙ্গবন্ধু হলের সহকারি প্রভোস্ট, স্কুল অব সোস্যাল সায়েন্সেস এর নির্বাহী কমিটির সদস্য, বোর্ড অব এডভান্সড স্টাডিজের সদস্য, রিসার্চ ইথিক্স বোর্ডের সদস্য, সাস্ট ডিজিটালাইজেশন কমিটি টোটাল সাস্টের সদস্য, কেন্দ্রিয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য (২০২০-২১ ও ২০২১-২২), জার্নাল অব পলিটিক্স এন্ড এডমিনিস্ট্রেশনের এক্সিকিউটিভ এডিটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায?িত্ব পালন করেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন ছাড়াও দেশী-বিদেশী জার্নালে জহিরুল হকের এ যাবত ৩০ টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত গ্রন্থ বিশ্ববিদ্যালয় পর্যায়ে পঠিত হয়। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজের ইন্সটিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ ও সুইডেনের লুন্ড ইউনিভার্সিটিতে অনুষ্টিত কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক ইস্যূতে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় লেখালেখি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com