স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মশাজান থেকে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত রবিবার রাত ৯টার দিকে সদর থানার এএসআই শিবলু মজুমদার, রেজাউল ও সোহেল দেবসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, সদর উপজেলার যমুনাবাদ গ্রামের মৃত আবুল কাসেমের পুত্র আলী হোসেন (৩০) ও বামকান্দি গ্রামের আব্দুল মালেকের পুত্র লিটন (৩৫)। পুলিশ জানায়, তারা শীতকে সামনে রেখে বিভিন্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলার পরোয়ানা রয়েছে। এতোদিন তারা আত্মগোপনে ছিলো। গতকাল সোমবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।