বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

চা শ্রমিক কন্যা সুরভী রায় বিভাগীয় পর্যায়ে সেরা খেলোয়াড় নির্বাচিত

  • আপডেট টাইম রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৯ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটের বেগমখান চা বাগানের সূর্য রায়ের কন্যা প্রতিভাবান ফুটবলার সুরভী রায়। ইতোমেধ্যে চা শ্রমিক কন্যা সুরভী রায় বিভাগীয় পর্যায়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
সুরভি রায় চা বাগান এলাকাতে ২০১৬ থেকে টানা দুই বছর ঋওঠউই ক্লাব আয়োজিত খেলায় অংশগ্রহণ করে সেখানে ম্যান অফ দ্যা ম্যাচ এর শিরোপা অর্জন করেন। ক্লাস সেভেনে পড়াকালীন সময়ে স্কুলের ফুটবল খেলার পাশাপাশি সব ধরনের খেলায় অংশ নিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন তিনি। স্কুলের ৪৬ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় ২০১৭ সালে সিলেট বিভাগে চ্যাম্পিয়ন হন এবং কুমিল্লাতে রানার-আপ হয়েছিলেন। ২০১৯ সালে প্রথম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৬) টুর্নামেন্ট সুরভি উপজেলা এবং জেলা টিমের অধিনায়ক ছিলেন এবং সেই টুর্নামেন্ট তার দল উপজেলা চ্যাম্পিয়ন হয়। তার দলই সিলেট বিভাগীয় পর্যায়ে রানার আপ হয় এবং তিনি জিতেন ম্যাচ সেরা পুরস্কার।
২০২০ সালে করোনার প্রকোপে খেলাধুলায় ভাটা পরলেও বাগানে বাড়ির উঠোনে কিংবা পাশের মাঠে তিনি নিয়মিত অনুশীলন করেন।
করোনা পরবর্তীতে ২০২২ সালে জানুয়ারিতে সুরভি বিকেএসপি ক্লাবে কয়েকদিন প্রশিক্ষণ নেন। ওই ক্লাবে ৬০ জন খেলোয়ার অংশগ্রহণ করে। তার মধ্য থেকে ৩০ জনকে বাছাই করে পরবর্তী ধাপে ৬ মাসের ফুটবল ক্যাম্পিং এর জন্য মনোনীত করা হয়। ওই ৩০ জনের মধ্যে সুরভি রায়ও মনোনীত হন।
বর্তমানে সুরভি ক্যাম্পিং শেষ করে বাগানেই অবস্থান করছেন। সুরভী রায় আশায় আছেন হয়তো ভালো কোন ক্লাব থেকে তার ডাক আসবে। তিনি একদিন খেলবেন জাতীয় দলে।
সঠিক নার্সিং আর উপকরণ না থাকায় তার ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে। এখন ভাল কোন ক্লাবে খেলার সুযোগ দরকার তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com