বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

বাহুবলে জনবল সংকটে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম

  • আপডেট টাইম রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২৮৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জনবল সংকটে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম। এ উপজেলার ১০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখভালের দায়িত্বে থাকা উপজেলা শিক্ষা অফিসের ১২ পদের ৮টি এবং বিদ্যালয়গুলোর ৬৭২ পদের মাঝে শূন্য রয়েছে ৭৭টি। বিশেষ করে উপজেলা সহকারী শিক্ষা অফিসারের ৩টি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় মনিটরিং কার্যক্রম চলছে ঢিমেতালে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ছাড়া মাত্র দু’জন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে উপজেলা সহকারী শিক্ষা অফিসারের ৩টি পদ। মাত্র একজন হিসাব সহকারী চালাচ্ছেন তিনটি কম্পিউটার অপারেটর ও একটি উচ্চমান সহকারীর কাজ।
উপজেলার ১০৩টি প্রধান শিক্ষকের পদের মাঝে ২২টি, সহকারি শিক্ষকের ৪১৯ পদের মাঝে ৩৭টি ও প্রাক প্রাথমিক শিক্ষকের ৭৫ পদের মাঝে শূন্য রয়েছে ১৫টি পদ। তাছাড়া বিদ্যালয়ের দপ্তরীর ৭৫টি পদের মধ্যে ৩টি পদ শূন্য রয়েছে।
একাধিক অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, শিক্ষক সঙ্কটের কারণে অতিরিক্ত দায়িত্ব পালন করার ফলে শিক্ষকদের শ্রেণিকরে পাঠদান চালাতে মারাত্মক বেগ পেতে হচ্ছে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদগুলো শূন্য থাকায় বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকলে কোনো শৃঙ্খলা থাকে না। শিক্ষকরা নিজের ইচ্ছামতো চলেন। এছাড়া একজন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হলেও তার নির্দেশনা মানতেও অনীহা প্রকাশ করছেন অন্যান্য শিক্ষকরা। তাছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দাপ্তরিক কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকতে হয় বলে নিয়মিত শিক্ষার্থীদেরও পাঠদান করাতে পারেন না। এতে শিক্ষক সঙ্কট আরো প্রকট হয়ে উঠেছে। এছাড়াও এ উপজেলার ১৭ জন সিনিয়র সহকারী শিক্ষক প্রধান শিক্ষক-এর চলতি দায়িত্বে আছেন। তারা স্থায়ী ভাবে প্রধান শিক্ষকের দায়িত্ব না পাওয়ায় সহকারী শিক্ষকের ১৭টি পদ “ব্লক” হয়ে আছে। এ পদগুলোতে সহকারী শিক্ষক নিয়োগ হচ্ছে না। তাছাড়া আইনগত জটিলতার কারণে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদে পদোন্নতি আটকে থাকাও শিক্ষক সংকটের আরেকটি কারণ।
উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ বলেন, সিলেট বিভাগে অফিসার ও অন্যান্য পদের কর্মচারী সংকট রয়েছে। যে কারণে চাহিদা থাকলেও শিক্ষা কর্মকর্তা কার্যালয়ের পদ পূরণ করা যাচ্ছে না। তারপরও উর্ধ্বতন কর্তৃপ বিষয়টির সমাধানে চেষ্টা করছেন। আশা করি অচীরেই এর সমাধান মিলবে। তিনি আরো বলেন, সারা দেশে সহকারী শিক্ষক নিয়োগের কার্যাক্রম চূড়ান্ত পর্যায়ে আছে, খুব শীঘ্রই সহকারী শিক্ষককের শূন্যপদগুলো পূরণ হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com