সোমবার, ১৯ মে ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

নবীগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ৫জন ডাকাতকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১২ আগস্ট) বিকেলে গ্রেফতারকৃত ৫জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মোঃ জাহাঙ্গীর (২৫), কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাঁও (ইমামবাড়ি) এলাকার আব্দুল গণির ছেলে সহিবুর রহমান (২৮), ইনাতগঞ্জ ইউনিয়নের বাজার ছড়া এলাকার তাহির উল্লার ছেলে জাহাঙ্গীর আলম ওরফে জাহান (২২), বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামের ফটিক মিয়ার ছেলে রুবেল মিয়া(২৯), সিলেটের বালাগঞ্জ উপজেলার করিমপুর গ্রামের মোখলিছ খাঁনের ছেলে রুজেল খাঁন ওরফে ময়না মিয়া (২৪)।
এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি পয়েন্টে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নেয়। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম এস আই মোস্তাফিজুর রহমানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য মোঃ জাহাঙ্গীর (২৫), সহিবুর রহমান (২৮), জাহাঙ্গীর আলম ওরফে জাহান (২২), রুবেল মিয়া (২৯), রুজেল খাঁন ওরফে ময়না মিয়া (২৪) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা ডাকাত দলের আরও ৬-৭জন পালিয়ে যায়। অভিযানে দেশীয় পাইপগান, ১টি রামদা, ২টি লোহার পাইপ, ও একটি পিকআপ জব্দ করা হয়। শুক্রবার নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে গ্রেফতারকৃত ৫ জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমদ জানান, ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় আরও ৬-৭জন পালিয়ে যায়। পরে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com