শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

মাধধবপুরে বাচ্চা জন্মদান নিয়ে বিরোধের জের ॥ নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে বাচ্চা জন্মদান নিয়ে বিরোধের জেরে ধরে গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটেছে স্বামী ও তার স্বজনদের বিরুদ্ধে। অত্যাচার নির্যাতনের সংসার করতে না পেরে নিরূপায় ওই গৃহবধূ বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল ১২ আগষ্ট শুক্রবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলন করেন। নির্যাতিতা গৃহবধূ মন্টি আচার্য্যরে পক্ষে পিন্টু আচার্য্য নামের এক স্বজন লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের গানিং পার্ক কালীগাছ তলা লন্ডনী পাড়া এলাকার বাসিন্দা মৃত রাখেশ অধিকারীর পুত্র আশুতোষ অধিকারীর সাথে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয় মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের প্রবীর আচার্য্যের মেয়ে মন্টি আচার্য্যকে। বিয়ের ৩ মাস যেতে না যেতেই বাচ্চা ধারন করা নিয়ে স্বামী ও তার পরিবারের সাথে বিরোধ সৃষ্টি হয় মন্টির। সন্তান ধারণের সাড়ে ৩ মাসের মাথায় বাচ্চা নষ্ট হয়ে যায়। এরপর থেকে তার ননদ অপর্না অধিকারী নানাভাবে মন্টিকে মানসিক নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে মন্টিকে হেয় প্রতিপন্ন করতে তার চরিত্রের উপর কালিমা লেপন করা শুরু করে। তার স্বামী আশুতোষও বোনের সাথে তাল মিলিয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। অনেক বুঝানোর পরও নির্যাতন না থামায় মন্টি তার ভাসুর রঞ্জন অধিকারী এবং উত্তম অধিকারীকেও জানান। কিন্তু তারা বিষয়টি সমাধানতো দূরের কথা উল্টো মন্টিকে চরিত্রহীনার অপবাদ দিয়ে কুৎসা রটনা করতে থাকেন। এমনকি মন্টির চলাফেরাতেও সৃষ্টি করা হয় নানা প্রতিবন্ধকতা। এক পর্যায়ে তারা সকলে মন্টির ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। এক পর্যায়ে মেয়ের দুঃখ কষ্টের কথা শুনে সহ্য করতে না পেরে মা শুভা আচার্য্য গত ২২ জুলাই স্ট্রোক করে মারা যান। লিখিত বক্তব্যে আরও বলা হয়, মন্টির বিয়ের সময় প্রায় ১০ বড়ি স্বর্ণ অলংকারসহ যাবতীয় আসবাবপত্র ফার্নিচারসহ নগদ তিন ল টাকা প্রদান করেন তার পিতা। এসব অত্যাচার নির্যাতনের ঘটনায় কোথাও বিচার না পেরে সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে সালিশ হয়। এতে উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম, দিলীপ আচার্য্য, প্রবাস আচার্য্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা শান্তিপূর্ণভাবে সংসার করার জন্য তার স্বামী ও ভাসুরদের কড়াকড়িভাবে শাসিয়ে দিয়ে সাবধান করে দেন এবং ভবিষ্যতে এধরনের বিশৃংখলা সৃষ্টি হলে সেটা আইনানুগভাবে দেখা হবে বলে জানান। এ ছাড়া মন্টির দুই ভাসুরও তাদের স্ত্রীদের শারিরীক এবং মানসিক যন্ত্রণা দিয়ে মারপিট করে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তার ভাসুর উত্তম অধিকারীর স্ত্রী সম্পা আচার্য্য ২০০৯ সালে নারী ও শিশু নির্যাতন মামলা করলে মন্টির স্বামীসহ দুই ভাসুর দীর্ঘদিন কারাবাস করেন। লিখত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, মন্টির স্বামী পুণরায় তাকে বাচ্চা নেওয়ার জন্য চাপ দিতে থাকে এবং সেই চাপের কারণে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ডাক্তারের নিকট নিয়ে যায়। মন্টি নিজে পরীক্ষা করালেও স্বামী আশুতোষ অধিকারী ডাক্তারী পরীক্ষা করায়নি। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার আশুতোষ অধিকারীর সামনেই বলেন মন্টির কোনো শারীরিক সমস্যা নেই। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মন্টির স্বামী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার বর্তমানে ভারপ্রাপ্ত সম্পাদক হওয়ার কারণে তিনি হবিগঞ্জ হিন্দু সম্প্রদায়ের কোনো নেতার কাছ থেকে সুবিচার পাননি। উল্টো তার স্বামী তাকে প্রাণনামের হুমকি দিচ্ছে। হুমকির কারণে ভয়ে তিনি পিত্রালয়ে চলে যান। গত ৬ আগস্ট তার স্বামী শশুর বাড়ি গিয়ে ভবিষ্যতে এমন করবে না মর্মে নানাভাবে অনুরোধ করলে মন্টি তার পিতার কথামতো পুনরায় স্বামীর বাড়িতে যান। কিন্তু পরদিনই ফের শুরু হয় পূর্বে নির্যাতন। এক পর্যায়ে প্রতিবাদ করলে গত ১১ আগস্ট বৃহস্পতিবার রাতে তার স্বামী, ভাসুর ও ননদ মিলে মন্টিকে ব্যাপক মারপিট করে গুরুতর জখম করে। পরে স্বজনদের মাধ্যমে স্বামীর বাড়ি থেকে উদ্ধার হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন মন্টি। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে এবং সাংবাদিকদের মাধ্যমে ন্যায় বিচার কামনা করেছেন মন্টি ও তার পরিবার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com