বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হুরগাও গ্রামে হারুন হত্যাকাণ্ড ॥ ৭ জনের ফাঁসি ও ১০ জনের যাবজ্জীবন গ্রিসে প্রবেশের সময় সীমান্তে নবীগঞ্জের এক যুবকের মৃত্যু নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে-এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় সিলেটের আদালতে ৩ জনের মৃত্যুদণ্ড জেলা পরিষদ চেয়ারম্যানকে লাখাই সরকারি কলেজের ফুলেল শুভেচ্ছা মহাসড়কের বাহুবলে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ॥ আহত ১০ বানিয়াচঙ্গে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ॥ বাবার মত মানুষের সেবা করে যেতে চাই-এমপি রুয়েল গ্রিসে বাংলা বর্ষবরণ উৎসবে বাঙালি সাজে বিদেশিরা লাখাইয়ে ইয়াবা ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বানিয়াচং বিএনপির সদ্য বিদায়ী আহবায়ক আলহাজ¦ লুৎফুর রহমানকে সম্মাননা প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২২৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং বিএনপির সফল আহ্বায়ক হিসেবে সুন্দর একটি কমিটি উপহার দেওয়ায় বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে উপজেলা বিএনপি’র সদ্য বিদায়ী আহবায়ক আলহাজ¦ মোঃ লুৎফুর রহমানকে। গতকাল বুধবার সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হাসান জীবন। প্রধান অতিথির বক্তবে ডাঃ জীবন বলেন, সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল হিসাবে থাকবে বানিয়াচং উপজেলা বিএনপির কাউন্সিল। এর জন্য সদ্যবিদায়ী আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান কে শুধু ধন্যবাদ নয় সামনের দিনগুলোতে একজন বিচণ ব্যক্তি হিসেবে তিনি উদাহরণ হয়ে থাকেবন। তার এ নেতৃত্বের গুণাবলী ইতিমধ্যে সকল মহলে প্রশংসিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবুল হোসেন মারুফ, পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখম। আলহাজ¦ মোঃ লুৎফুর রহমান ২০১৯ইং সনের ২৬ মে উপজেলা বিএনপি’র আহবায়ক এর দায়িত্ব নেন। দায়িত্ব¡ নেয়ার পরপরই উপজেলা বিএনপিকে তৃণমুল পর্য্যায় থেকে সুসংগঠিত করতে দিনরাত কাজ করে যান। ১৫টি ইউনিয়নের ১শ৩৫ টি ওয়ার্ড ওয়ার্ড কমিটি গঠনসহ ইউনিয়ন কমিটি গঠনকল্পে প্রথমেই আহবায়ক কমিটি গঠন করা হয় ১৫টি ইউনিয়নে। এরপর প্রতিটি ইউনিয়নে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। প্রতিটি ইউনিয়নে পুর্নাঙ্গ কমিটি গঠন করার পর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয় ১লা এপ্রিল ২০২২। উক্ত কাউন্সিলে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন মজিবুল হসেন মারুফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নকিব ফজলে রকিব মাখম। দীর্ঘ পথ পরিক্রমায় এত সুন্দর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে কমিটি উপহার দেওয়ায় প্রশংসা করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পর্যন্ত বানিয়াচংয়ের সুন্দর কাউন্সিলের ম্যাসেজ পৌছে দিয়েছেন। প্রশংসা করেছেন হবিগঞ্জের ৩ বারের নির্বাচিত মেয়র বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়াসহ বিনএপির তৃণমুলের সর্বস্তরের নেতৃবৃন্দ। উল্লেখ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে শাহাদাত বরণ করার পর দলের কঠিন মুহূর্তে বানিয়াচং উপজেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব নেন আলহাজ্ব লুৎফর রহমানের পিতা মোঃ ইলিয়াছ মিয়া। তৎকালীন সময়ে তিনি দিন-রাত পরিশ্রম করে বানিয়াচং উপজেলা বিএনপিকে একটি ভাল পর্যায়ে নিয়ে আসেন। এরই ধারাবাহিকতায় উনার সুযোগ্য উত্তরসূরি হিসেবে আলহাজ্ব লুৎফুর রহমান দেশের চরম দুঃসময়ে বানিয়াচং উপজেলা বিএনপির আহবায়কের দায়িত্ব নিয়ে দলকে তৃণমূল থেকে সংগঠিত করে উপজেলা বিএনপি’র স্মরণকালের মত সুন্দর একটি কমিটি উপহার দেওয়ায় সর্বমহলে প্রশংসিত হয়েছেন। এ বিষয়ে আলহাজ¦ মোঃ লুৎফুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, আমি মহান আল্লাহপাকের কাছে শোকরিয়া আদায় করছি, যিনি একাজটি আমাকে সুন্দরভাবে করার তৌফিক দান করেছেন, কোন কাজ আন্তরিকতার সাথে করলে সে কাজে সফলতা আসবেই, আজকে আমি আমার কাজের স্বীকৃতি পেয়েছি, এটা অবশ্যই আমার কাছে একটি ভাল লাগার বিষয়। আজকের এ মুহুর্তটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। একটি টীম ওয়ার্কের মাধ্যমে আমার এ কাজে সফলতা এসেছে। বিশেষ করে আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ সাখাওয়াত হাসান জীবন ও হবিগঞ্জের গণ মানুষের নেতা আলহাজ¦ জিকে গউছ’র কাছে আমি চির ঋণী হয়ে থাকলাম। আমি দায়িত্ব নেয়ার পর থেকে প্রতিটি মুহুর্তে এই দুইজন মানুষ আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। যার জন্য প্রতিটি কাজ আমার জন্য সহজ হয়েছে। আমার সাথে যারা যুগ্ম আহবায়ক হিসেবে যারা ছিলেন তাদের কাছেও আমি কৃতজ্ঞ। উনারও আমাকে সার্বিকভাবে সহেযাগিতা করেছেন। আজকে যারা আমার এ কাজে প্রশংসা করেছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা ও অভিবাদন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com