বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ ওসি সহ আহত শতাধিক মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উত্তাল বানিয়াচং ॥ আজ বিকাল ৪টায় প্রতিবাদ সভার আয়োজন আজমিরীগঞ্জের আ’লীগ নেতা আমজাদ তালুকদার সেনাবাহিনীর হাতে গ্রেফতার সাংবাদিক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ সাংবাদিক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ হবিগঞ্জে নাগরিকতা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গাজীপুর মহানগরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চুনারুঘাটে মানববন্ধন শহরের উত্তর শ্যামলী এলাকার কালভার্টের নিকট সড়কের পাশে বৈদ্যুতিক খুটি হেলে পড়েছে হবিগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরী গ্রেফতার শহরের রাজনগর এলাকায় মি. বার্গারে সেনাবাহিনীর অভিযান

লাখাইয়ে ফুটবল টুর্ণামেন্টের সমাপনীতে এমপি আবু জাহির ॥ ক্রীড়া উন্নয়নে নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার

  • আপডেট টাইম শনিবার, ২১ মে, ২০২২
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, দেশের ক্রীড়ার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার ল্েয প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে আওয়ামী লীগ সরকাল। বিশ্বের এমন দেশ নেই বাংলাদেশ যে দেশকে ক্রিকেটে পরাজিত করেনি। ফুটবলকেও সেই মানে উন্নীত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। তিনি গতকাল বিকেলে লাখাই উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সমাপনি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, খেলাধূলা তরুণ সমাজকে খারাপ কাজ থেকে দূরে রাখে। তাই স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বছরজুড়ে নানা টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। এ সময় হবিগঞ্জে আধুনিক স্টেডিয়ামসহ উপজেলায় উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কথা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচন আসলেই বিএনপি মিথ্যাচার অপপ্রচার করতে থাকে। তারা এখন দেশজুড়ে গুজব ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। লাখাইয়ের মশাদিয়ায় প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আক্তার, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। পরে এমপি আবু জাহির বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com