শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

আজমিরীগঞ্জে জব্দকৃত তেল রাতের আধারে নিলাম ১০৩ টাকার তেল বিক্রি হয়েছে ১৫৪ টাকা কেজি

  • আপডেট টাইম শনিবার, ২১ মে, ২০২২
  • ১৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে জব্দকৃত তেল রাতের আধারে ১০৩ টাকার তেল লিটার দরে বিক্রি হলের দিবালোকে তা বিক্রি হচ্ছে ১৫৪ টাকা কেজি দরে। কোন প্রচারনা ছাড়াই রাতের আধারে নিলাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার রাতে পাচারের সময় আজমিরীগঞ্জ উপজেলা সদরের লাল মিয়া বাজারে সুমন রায়ের গুদামে অভিযান চালিয়ে ৪ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার শফিকুল ইসলাম। এ সময় আটক করা হয় দুজনকে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত দুজনকে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়। তাৎক্ষণিক জব্দকৃত তেল ১০৩ টাকা লিটার দরে ৪ লাখ ৭৩ হাজার ৪শ টাকায় যুবলীগ নেতা কবির হোসেনের কাছে বিক্রি করেন উপজেলা সরকারি কমিশনার শফিকুল ইসলাম। এদিকে রাত পোহানোর পর করিব হোসেন ওই তেল ১৫৪ টাকা দরে বিক্রি করেন। রাতে আধারে নিলামকে কেন্দ্র করে এলাকার ব্যবসায়ীদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। লালমিয়া বাজারের ব্যবসায়ী সুলতান মিয়া জানান, এই নিলাম এর বিষয়ে আমরা জানি না। পরে শুনছি রাত ১ টার দিকে ঝড় তোফানের সময় দরজা বন্ধ করে নিলাম করে ১০৩ টাকা লিটার তেল বিক্রি করা হয়েছে। রাত পোহানোর পর ১০৩ টাকার তেল এখন আমরা ১৫৪ টাকায় কিনতে হচ্ছে। শ্রমিক সুজাত মিয়া বলেন এক রাতের ব্যবধানে ১০৩ টাকার তেল আমরা ১৫৪ টাকায় কিনতে হচ্ছে। কেন রাতে নিলাম করা হল তা বলতে পারি না। এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম জানান, যেহেতু তেলের মালিক পাওয়া যায়নি তাই নিলাম করা হয়। নিলামে ৯ জন অংশ গ্রহন করেছেন। ভ্যাট সহ চার লাখ তেয়াত্তর হাজার চারশত টাকায় কবির মিয়াকে তেল বুঝিযে দেওয়া হয়েছে। বোতলের গায়েরর মূল্যে বিক্রি করার কথা বলা হয়েছে। বাজারের ব্যবসায়ীরা নিলাম এর বিষয়ে জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন তৎকালীন সময় যারা উপস্থিত ছিল তাদের মধ্যেই নিলাম করা হইছে। এ সময় আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com