আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা ভুমি অফিস থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, সহকারী কমিশনার ভূমি বেগম রেহেনা মজুমদার মুক্তি, বাহার উদ্দিন। অংশ গ্রহন করেন মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম সহ সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওলানা সাইফুল ইসলাম ও গীতা পাঠ করেন গৌতম রায়।