শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

মাধবপুরে ৪ ইউনিয়নে সায়হাম গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ১৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রতি বছরের ন্যায় এ বছরও মাধবপুরে দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের কর্ণধার, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল ও তার পরিবারের পক্ষ থেকে নোয়াপাড়া, জগদীশপুর, বাঘাসুরা ও বুল্লা ইউনিয়নের অসহায় ও গরীব মানুষের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল দিনব্যাপী সায়হাম টেক্সটাইল মিলের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান প্রধান অতিথি হিসাবে নোয়াপাড়া ইউনিয়নে এ ইফতার সামগ্রী বিতরণ করেন। অপর দিকে জগদীশপুর ইউনিয়নে সায়হাম কটন মিলের এম.ডি প্রকৌশলী আলহাজ¦ সৈয়দ ইশতিয়াক এবং বাঘাসুরা ইউনিয়নে সায়হাম গ্রুপের অন্যতম পরিচালক আলহাজ¦ এস.এম.সেলিম প্রধান অতিথি হিসাবে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস.এম শামীম, সাবেক চেয়ারম্যান এস.এম জাবেদ, রশিদ মেম্বার, আব্দুল কুদ্দুছ মেম্বার, এখলাছুর রহমান, সায়হাম গ্রুপের সিনিয়র ব্যবস্থাপক মোঃ ইশরাত চৌধুরী, মোস্তফা কামাল বাবুলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণ সভায় সায়হাম গ্রুপের সাবেক চেয়ারম্যান সাবেক কৃষি প্রতিমন্ত্রী মরহুম সৈয়দ মোঃ কায়সার ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, সায়হাম গ্রুপের চেয়াম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল এলাকায় শিল্পস্থাপনের পাশাপাশি আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক ভুমিকা পালন করে যাচ্ছেন। এলাকার রাস্তা-ঘাট, ব্রীজ-কালভাট তৈরীসহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছেন। শিক্ষা বিস্তারে স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রসা, এতিমখানা, দৃষ্টিনন্দন ঈদগাঁও স্থাপনসহ শিক্ষার মানোন্নয়নে আর্থিক অনুদান প্রদান করে আসছে। বিনামূল্যে চক্ষু শিবির, শীত বস্ত্র বিতরণ, অসহায় ও গরীব মেধাবি শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান করে আসছে দীর্ঘদিন থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com