বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ভূমি পুনরুদ্ধার অধ্যাদেশ ১৯৭০ মূলে উচ্ছেদ মামলা রুজুর সুপারিশ ॥ জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৃপেন্দ্র দাশকে সরকারী জমি থেকে উচ্ছেদে আর বাধা রইল না

  • আপডেট টাইম রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৃপেন্দ্র দাশকে সরকারী জায়গা থেকে উচ্ছেদে আর কোনো বাধা রইল না। নিজের সাড়ে ৫শতক জায়গা দেখিয়ে সরকারের অন্তত ৮৬ শতক জায়গা জোরে বলে দখল করে আসছিলেন কৃপেন্দ্র দাস। কৃপেন্দ্র দাসের দখল করা সরকারের জায়গা দিয়ে বৃহৎ একটি জনগোষ্টির গোপাট এবং মাঠ থেকে কৃষকদের ধান উত্তোলনের একমাত্র রাস্তা ছিল। সেটি প্রায় বন্ধ করে পুকুর ও বিভিন্ন ফলমূলের চাষাবাদ করে আসছিলেন কৃপেন্দ্র দাস। এলাকাবাসীর পক্ষে সরকারী জায়গা উদ্ধারে আবেদন করা হয়েছিল। আবেদনের পক্ষে প্রতিবেদন আসলেও অজ্ঞাত কারনে কৃপেন্দ্র দাসকে উচ্ছেদ করা হয়নি। পরবর্তীতে গ্রামবাসীর পক্ষে অঞ্জন দাস সরকারের জায়গা পুনরুদ্ধারে এবং এলাকার কৃষকদের সুবিধার্থে গোপাটটি অবমুক্ত করার আবেদন জানান। বিষয়টি তদন্ত করেন বানিয়াচং এর এসি ল্যান্ড ইফফাত আরা জামান উর্মি। তিনি সার্ভেয়ার দিয়ে পুরু গোপাটসহ আশপাশের জমি পরিমাপ করান। সার্ভেয়ার সরকারের খাসভুক্ত জমি লাল কালি দিয়ে চিহ্নিত করেন। সার্ভেয়ারের স্কেচ ম্যাপে কৃপেন্দ্র দাসকে অবৈধ দখলকার হিসাবে উল্লেখ করা হয়। এসি ল্যান্ড ইফফাত আরা জামান উর্মি ২৬/১/২০২২ ইং তারিখে ভূমি পুনরুদ্ধার অধ্যাদেশ ১৯৭০ অনুযায়ী কৃপেন্দ্র দাসের বিরুদ্ধে রুজুকৃত উচ্ছেদ মোকাদ্দমা নং ২ এর বিপরীতে তাকে সরকারের খাস খতিয়ানভূক্ত জায়গা থেকে উচ্ছেদের সুপারিশ পাঠান বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার বরাবরে। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ উচ্ছেদ সংক্রান্ত নথি অনুমোদনের জন্য গত ২০/২/২০২২ ইং তারিখে জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করেন। কৃপেন্দ্র দাসকে সরকারের খাস জমি থেকে উচ্ছেদ এখন সময়ের ব্যাপার মাত্র। কৃপেন্দ্র দাস শক্তির মহড়া দিয়ে দীর্ঘদিন যাবত সরকারী গোপাট ও খাস জমি দখল করে পুকুর দেন, পুকুর পাড়ে ফল মুলের বাগান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com