শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক ॥ খানা-খন্দকে ভরা ॥ ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ॥ প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা হবিগঞ্জে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনার ৩দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার শহরে কোর্ট থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ট্রেন থেকে নামিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ॥ যুবক আটক শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল ॥ উত্তেজনা মাধবপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা বানিয়াচংয়ে মাওঃ মাসউদ হাসানের ইন্তেকাল ॥ আজ জুম্মার পর জানাযা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ গ্রেফতার ৪ নবীগঞ্জে পুলিশের উপর হামলা ॥ ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের

বাহুবলে সাংবাদিককে লাঞ্ছিত করায় হাইওয়ে পুলিশের এসআইসহ ৪ জন ক্লোজ

  • আপডেট টাইম সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে হাইওয়ে পুলিশের চাঁদাবাজির ছবি তুলতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এসআইসহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আর ওসিকে রাখা হয়েছে নজরদারিতে। গতকাল রবিবার হাইওয়ে থানার সিলেট বিভাগের দায়িত্বে থাকা সার্কেল এসপি মাসুদ করিম তাদেরকে প্রত্যাহার করেন এবং আহত সাংবাদিক ছাদিকুর রহমানের খবরাখবর নেন এবং শান্তনা দেন। গত শনিবার দুপুরে হাইওয়ে সড়কের বাহুবলে চেকপোষ্টের নামে বিভিন্ন যানবাহন আটকিয়ে চাঁদাবাজি করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই হাসান আহমেদ, কনস্টেবল ফেরদৌস ও কবিরসহ আরও দুইজন। এ সময় টাকা নেয়ার ছবি স্থানীয় সাংবাদিক ছাদিকুর রহমান ক্যামেরাবন্দি করতে গেলে তাকে আটক করে নাজেহাল করে ওই পুলিশ সদস্যরা। এক পর্যায়ে তাকে মারপিট করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন ও শ্রমিকরা এসে পুলিশের ওপর ক্ষুব্দ হয়। এক পর্যায়ে পুলিশ তোপের মুখে ছাদিকুর কে ছেড়ে দেয়। আহত অবস্থায় ছাদিকুরকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে সাংবাদিক সমাজে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি সার্কেল এসপির নজরে এলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে তাদেরকে প্রত্যাহার করেন। শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ চেকপোষ্টের নামে যানবাহন আটকিয়ে টাকা আদায় করে। অন্যথায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়। আবার পুলিশের তাড়া খেয়ে অনেক যানবাহন দূর্ঘটনার কবলে পড়ে হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে সার্কেল এসপি মাসুদ করিম জানান, ঘটনা শুনেই অভিযুক্ত এসআইসহ ৩ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা নেয়া হবে। যানবাহনের চালকরা ওসির বিরুদ্ধেও অভিযোগ করেছে। তাকে নজরদারিতে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com