বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাধবপুরে অভিনব কায়দায় পাচারকালে ৫৪ কেজি গাঁজা উদ্ধার ॥ গ্রেফতার দুই

  • আপডেট টাইম বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় মাদক কারবার বন্ধ নেই। অতীতের চেয়ে রেকর্ড ভেঙে চলছে মাদকের জমজমাট ব্যবসা। মাদক কারবারিরা ধর্মঘর-মনতলা-চৌমুহনী রোডের বিভিন্ন পয়েন্টে লোক নিয়োগ করে রেখেছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান মাদক বিক্রেতাদের কাছে মোবাইল ফোনে পৌঁছে দেয়। ধর্মঘর এলাকার দায়িত্বে রয়েছে কাশিমনগর পুলিশ ফাঁড়ি। ধর্মঘর এলাকার মালনঞ্চপরে রয়েছে একটি বিজিবি ক্যাম্প। মাঝে মাঝে মাদকের চালান আটক করা হলেও মাদকের গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে রয়ে যায়। মাদকের মূল গডফাদারদের আটক না করার কারণেই মাদকের কারবার প্রতিদিন বেড়েই চলছে। এলাকার জনমনে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে। মাঝে মাঝে মাদকের চালান আটক হলেও আসামি পাওয়া যায়নি বলে মাদকদ্রব্যকে পরিত্যক্ত দেখানো হয় এমন অভিযোগও এলাকাবাসীর। তবে গতকাল ৮ মার্চ মঙ্গলবার মাধবপুরে ট্রাকের বডির ভিতরে বক্স বানিয়ে অভিনব কায়দায় গাঁজার চালান নিয়ে আসার সময় পুলিশ ট্রাকসহ দুজনকে আটক করেছে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ জানান, এএসআই কামরুজ্জামান এবং এএসআই ইমরান আহমেদ এর পুলিশ ফাঁড়ির একটি টিম গতকাল মঙ্গলবার ভোর রাতে চৌমুহনী বাজারে রাস্তার উপর চেক পোষ্ট বসায়। দ্রুতগতিতে একটি মিনি ট্রাক চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ ট্রাকটিসহ দুজনকে আটক করে। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে এক পর্যায়ে স্টিল দিয়ে আবৃত অভিনব কায়দায় বসানো একটি বক্সের আবিষ্কার করে কয়েক কসষ্ট্যাপ দিয়ে মোড়ানো পুটলায় ৪০ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। এ সময় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দার সিরাজুল ইসলামের ছেলে কামাল মিয়া (৪০) একই এলাকার শহীদ মিয়ার ছেলে তানভির মিয়া (২২) কে আটক করা হয়।
মাধবপুর থানা ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের চালানের মুল মালিক কে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com