স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ২ কেজি ভারতীয় গাঁজাসহ রানা রাজ প্রধান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার সুরমা বাগানের ২০নং বস্তির রঞ্জন রাজ প্রধানের ছেলে।
পুলিশ জানায় শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ইন্সেপেক্টর মুজিবুর রহমান চৌধুরী ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে রানা রাজ প্রধানকে আটক করে। এসময় তার কাছে রক্ষিত ২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।
থানার ওসি তদন্ত গোলাম কিবরিয়া হাসান জানান এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।