শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

বানিয়াচংয়ে আইন শৃঙ্খলা কমিটির সভায় ওসি এমরান হোসেনের ভূয়শী প্রশংসা করলেন জনপ্রতিনিধিসহ সুধীজনরা

  • আপডেট টাইম সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন’র ভূয়শী প্রশংসা করলেন স্থানীয় জনপ্রতিনিধিসহ সুধীজনরা। সভার শুরুতেই ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দারুজ্জামান খান ধন মিয়া বলেন, হাওর অঞ্চল অধ্যুষিত বানিয়াচং থানার আইন শৃঙ্খলা অতীতের ন্যায় অনেক ভাল অবস্থানে রয়েছে। বর্তমানে মিথ্যা মামলার প্রবণতা একেবারেই নেই, কেউ মিথ্যা মামলা নিয়ে থানায় যাওয়ার সাহস পায় না, যে কোন বিষয়ে থানা পুলিশের সহযোগিতা প্রয়োজন হলে তাৎক্ষনিক সেবা দিচ্ছে পুলিশ। যা খুবই প্রশংসনীয়। ওসি এমরান হোসাইন তার কাজের স্বীকৃতি সরূপ ইতিমধ্যে তিনি হবিগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সার্বিক সহযোগিতা করা হবে বলেও তিনি অভিপ্রায় ব্যক্ত করেন। সভায় উপস্থিত সকল নব নির্বাচিত চেয়ারম্যানদ্বয় স্ব স্ব ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় থানা প্রশাসনকে ধন্যবাদ জানান। তারা বলেন বানিয়াচং থানা একটি বিশাল এলাকা নিয়ে গঠিত। এই বিশাল জনগোষ্টির জান মালের নিরাপত্তাসহ চুরি, ডাকাতি রোধকল্পে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। জন প্রতিনিধি হিসেবে আমাদেরও দায়িত্ব পুলিশের কাজে সহযোগিতা করা। ইনশাল্লাহ ৫ বছরের দায়িত্ব থাকাবস্থায় বানিয়াচং থানা পুলিশকে সব ধরনের সহযোগিতা করে যাব। আইন শৃঙ্খলা পরিস্থিতি যত ভাল অবস্থানে থাকবে আমাদের কাজের পরিবেশে তত সুন্দর হবে। গতকাল রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, ২নং উত্তর-পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, ১৩নং মন্দরী ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, ১১নং মক্রমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ মিয়া, ১নং উত্তর-পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, ৩নং দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ আরফান উদ্দিন, ৪নং ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, ৫নং দৌলতপুর ইউপি চেয়ারম্যান মঞ্জু কুমার দাশ, ৬নং কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, ৭নং ইউপি চেয়ারম্যান ফরিদ মিয়া, ৮নং খাগাউড়া ইউপি চেয়ারম্যান মাসউদ কুরাইশী মক্কী, ৯নং পুকড়া ইউপি চেয়ারম্যান হাফেজ মোঃ শামরুল ইসলাম, ১০নং সুবিদপুর ইউপি চেয়ারম্যান প্রকৌশলী জয় কুমার দাস, ১২নং সুজাতপুর ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান, ১৪নং মুরাদপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মিজানুর রহমান, ১৫নং পৈলারকান্দি ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার, ইমাম সমিতির সভাপতি কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি কান্তি চ্যাটার্জি কাজল, দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া ও সাংবাদিক শিব্বির আহমদ আরজু। প্রধান অতিথির বক্তব্য এমপি আব্দুল মজিদ খান বলেন, বানিয়াচংয়ে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ায় উপজেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বলেছিলাম নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে সেটা রক্ষা করেছি। নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের স্মরণ রাখতে হবে আপনারা হচ্ছেন সরকারের প্রতিনিধি। আপনাদের মাধ্যমেই অসহায় মানুষের দরিদ্রতা লাঘবে বিভিন্ন প্রকল্প এবং উন্নয়ন কাজ করে থাকে সরকার। এ ক্ষেত্রে কোন কাজে অনিয়ম বা গড়িমসি করা যাবে না। সেবার মাধ্যমে জনগনের ভালবাসা অর্জন করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ বানিয়াচংয়ের সুন্দর পরিবেশ বজায় থাকায় থানা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com