শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

দি ল্যাব এইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফারুক মিয়ার পিতার ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের দি ল্যাব এইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম সম্পাদক বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সাবেক স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক সম্পাদক, আঞ্জুমানে ছালেকীন হবিগঞ্জ জেলা শাখার মহাসচিব মোঃ ফারুক মিয়ার পিতা বিশিষ্ট মুরুব্বি আব্দুল খালেক মিয়া গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের জুরিয়া বড়বাড়ীতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বৎসর। আছরের নামাজের বাদ গ্রামের মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাযার নামাজে হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য লোক অংশগ্রহণ করেন। জানাযার নামাজ পড়ান সিরাজনগর দরবার শরীফের পীরকেবলা আব্দুল করিম সিরাজনগরী (মাঃজিঃ আঃ)। পরিশেষে পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হয়। তাঁর এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়ে। এছাড়া হবিগঞ্জের আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট, ইসলামী সেনা, স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ অসংখ্য নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। অপর এক শোকবার্তায় শোক প্রকাশ করেন “দৈনিক প্রভাকর স্টাফ রিপোর্টার ও জাতীয় জনতার দলিল পত্রিকার হবিগঞ্জ বিশেষ প্রতিনিধি মোঃ আব্দুল হাই। তিনি শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান ও মরহুমের আতœার মাগফেরাত কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com