মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের কাজির বাজার ও বাগাউড়া মৌজার ৬১২২, ৬১২৩নং দাগে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে ৩.৫০ একর খাস জমিতে স্থাপনা নির্মাণ কাজ করে স্থানীয় প্রভাবশালী একটি চক্র। লীজ অথবা বন্তোবস্ত ছাড়াই সরকারী খাস জমি দখল করে নির্মান কাজের খবর পেয়ে ওই এলাকায় তাৎক্ষনিক অভিযান করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস। জানা যায়, সরকারি জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছে প্রভাবশালী চক্র। সরকারী কাজ জায়গায় গৃহনির্মান করে বসবাস ও ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে সোমবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে নির্মাণাধীন ঘর উচ্ছেদ করা হয়। এ সময় সার্ভেয়ার আমিনুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিথুন রঞ্জন দাশ, চেইনম্যান মানিক উপস্থিত ছিলেন। এ সময় সহযোগিতা করেন আবু বক্করের নেতৃত্বে একদল পুলিশ। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস বলেন, অবৈধভাবে সরকারি জায়গা দখলের খবর পেয়ে দিনব্যাপী অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়। দখলকারীদেরকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। দখলকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।