প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক, হবিগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান নিজামপুর ইউনিয়নের পাইকপাড়া বটতলী নিবাসী প্রফেসর আবিদুর রহমান (৭২) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ রকিব আহমেদ। শুক্রবার (৩১ ডিসেম্বর) এক শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে পাইকপাড়া বটতলী তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের নামাজে জানাজা আজ ১ জানুয়ারি শনিবার সকাল ১১ টায় নিজ গ্রাম নিজামপুর ইউনিয়নের পাইকপাড়া বটতলী জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।