শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জেলা প্রশাসকের নিকট বিএনপির স্বারকলিপি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৪২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ জেলা বিএনপি। গতকাল বুধবার হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এর কার্যালয়ে তার কাছে স্মারকলিপি দেয়া হয়। জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি সরকারের সংশ্লিষ্ট বিভাগে পৌছে দেয়ার জন্য নেতৃবৃন্দ অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসিম, যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট নূরুল ইসলাম, হাজী এনামুল হক, এনামুল হক সেলিম, জেলা বিএনপির সাদস্য মহিবুল ইসলাম শাহীন, মোঃ তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, শামছুল ইসলাম মতিন, বিএনপি নেতা এডভোকেট আফজাল হোসেন, নাজমুল হোসেন বাচ্চু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতু, এডভেআকেট গুলজার খান ও টিপু আহমেদ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দিচ্ছে না আওয়ামী লীগ সরকার। স্মারকলিপিতে বলা হয়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাজানো মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে করাবন্দি করা হয়। তাকে যখন কারাগারে নেয়া হয় তখন তিনি সুস্থ ছিলেন, যা দেশবাসী গণমাধ্যমে অবলোকন করেছেন। দীর্ঘ কারাবাসে তিনি ক্রমান্বয়ে অসুস্থ হতে থাকেন। কারাগারে নানা রোগে ভোগতে থাকলেও সরকার তাতে কর্ণপাত করেনি। দল ও পরিবারের পক্ষ থেকে বার বার তার সুচিকিৎসার জন্য দাবি করা হলেও সরকার এ বিষয়ে সম্পূর্ণরূপে নির্বিকার থাকে। ২০২০ সালের মার্চে বাংলাদেশে করোনা শুরু হলে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে নিজ বাসভবনে থাকতে দেয়া হলেও সরকার এটিকে শর্ত সাপেক্ষে মুক্তি বলে অভিহিত করেছে। নিজ বাস ভবনে অবস্থান করলেও মূলত খালেদা জিয়া বন্দি এবং তার সকল মৌলিক মানবাধিকার কেড়ে নেয়া হয়েছে। এরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও কোভিড জটিলতায় ও নানাবিধ রোগ তার জীবনকে বিপন্ন করে তুলেছে। চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডও তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছে শুধু বিএনপি নয়, দেশের বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও আইন বিশেষজ্ঞগণ। আজ দেশের আপামর জনসাধারণ দেশনেত্রীর মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে সোচ্চার। সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেশের প্রচলিত আইনে কোন বাধা নেই বলে, আইন বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাকে অবিলম্বে বিদেশে না পাঠানো হলে এবং এর ফলে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে সরকার এর দায় এড়াতে পারবেনা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com