রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে দুই ভাই নিখোঁজ ॥ ১ জনের লাশ উদ্ধার নোভা ডিজিটাল সাইন উদ্বোধন করলেন এমপি আবু জাহির আখাউড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে মাধবপুরের নারীসহ আটক ৭ কৃষ্ণনগরে রাস্তা নিয়ে সংঘর্ষে মহিলা-শিশুসহ আহত ১৫ পল্লী বিদ্যুৎ সমিতি সভাপতি মিজানুর রহমানকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ মাধবপুর উপজেলা পরিষদের দরজা সবার জন্য উম্মুক্ত ছিল-সৈয়দ শাহজাহান শহরে রাত্রিকালীন পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন হবিগঞ্জ পৌর মেয়র সেলিম হাইকোর্টের আদেশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলেন সাংবাদিক মুরাদ আহমেদ নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১

নবীগঞ্জে ইউপি নির্বাচনে লড়ছেন না তিন বর্তমান চেয়ারম্যান

  • আপডেট টাইম শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২৯৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ২৮ নভেম্বর তৃতীয় ধাপে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে মনোনয়ন পত্র দাখিল করেছেন চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ। আসন্ন নির্বাচনে উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আশিক মিয়া, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বজলুর রশীদ ও ৫নং আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বিষয়টি ‘টক অব দ্যা টাউন’ এ রূপ নিয়েছে। পারিবারিক, শারীরিক সমস্য ও নির্বাচনী পরিবেশন না থাকাসহ ভিন্ন ভিন্ন কারণে তিনজন বর্তমান চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহন করছেন না। ২০১৬ সালের (২৮ মে) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আশিক মিয়া, বজলুর রশীদ, মুহিবুর রহমান হারুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী লাভ করেন। ওই নির্বাচনে ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মেহের আলী মালদারকে পরাজিত করে (বিএনপির বিদ্রোহী) প্রার্থী হিসেবে মোঃ আশিক মিয়া (ঘোড়া) প্রতীক নিয়ে ২৫৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ সাইদ উদ্দিনকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী বজলুর রশীদ বজলু (আনারস) প্রতীকে ৩৯৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। ৫নং আউশকান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী মুহিবুর রহমান হারুন (আনরস) প্রতীকে ৫৫২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। ওই নির্বাচনে তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দিলাওর হোসেন (নৌকা) প্রতীকে প্রাপ্ত ভোট ছিল ৩৮৮৭। আসন্ন নির্বাচনে তিন হেভিওয়েট বর্তমান চেয়াম্যান অংশগ্রহণ না করায় উক্ত বিষয়টি শহর থেকে গ্রাম অবদি আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে। নির্বাচনে অংশগ্রহণ না করার কারণ হিসেবে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন বর্তমান তিন চেয়ারম্যান। নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আশিক মিয়া বলেন- আমার নিজ গ্রাম ও ইউনিয়নবাসীর প্রতি সম্মান জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি তাই রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করিনি। ইনাতগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বজলুর রশীদ বলেন, আসন্ন নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা টাকাকে যোগ্যতা মনে করেন এবং অনেকেই প্রবাসী। এর জন্য নির্বাচনী পরিবেশ নষ্ট হয়েছে এর ফলে আমি ইউনিয়নবাসীর সম্মানের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি এবং মনোনয়নপত্র দাখিল করিনি। আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন বলেন- আমরা পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে ফেলে বিগত ৫ বছর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করেছি, এখন আমার পরিবারকে সময় দেয়া প্রয়োজন, দেশে-বিদেশে ব্যবসা, ও শারীরিক সমস্যা কারণে নির্বাচন করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। তাই মনোনয়ন ফরম দাখিল করিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com