শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

লাখাইয়ে অনুদান বিতরণে এমপি আবু জাহির করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পূজা পালনের আহ্বান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হোকÑএটাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এ সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করেছেন। এরপরও পূজামন্ডপে যদি কেউ বিশৃংখলা সৃষ্টি করতে চায়, তাকে শাস্তির আওতায় আনা হবে। সোমবার লাখাই উপজেলার পূজামন্ডপ ও মন্দিরে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ সময় তিনি উপজেলা প্রশাসনের মাধ্যমে ৭০টি মন্ডপে ৫শ’ কেজি করে চালের দাম হিসাবে সাড়ে ১৪ হাজার এবং হিন্দু কল্যাণ ট্রাস্ট থেকে ২টি মন্দিরে ৩৫ হাজার ও বিভিন্ন পূজামন্ডপে লক্ষাধিক টাকার চেক বিতরণ করেছেন। অনুষ্ঠানে এমপি আবু জাহির আরও বলেন, করোনা ভাইরাস পরি¯ি’তির কারণে এবার দুর্গাপূজা পালনে বেশকিছু সরকারি নির্দেশনা রয়েছে। অবশ্যই সেই নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা’র সরকার সকল ধর্মের মানুষকেই তাঁদের ধর্মীয় উৎসবে উপহার দিয়ে থাকে। মসজিদ, মন্দির, মাদ্রাসা, শ্মশান, ঈদগাহে সহযোগিতা দেয় এক যোগে। কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো সেটি করে না। তারা সম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে, মৌলবাদ প্রতিষ্ঠা করে। এজন্য তারা জনসম্পৃক্ততা হারিয়েছে। এ সময় পূজামন্ডপে আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে উপজেলা ও পুলিশ প্রশাসনকে নানা নির্দেশনা দিয়েছেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমসহ উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com