মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যবস্থাপনা কমিটির সভায় এমপি আবু জাহির ॥ জেলা সদর হাসপাতালে কর্মরতদের জনকল্যাণমুখী হওয়ার নির্দেশ বানিয়াচংয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ॥ নির্বাচনে অনিয়ম-জালিয়াতি বরদাশত করা হবে না নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরীর বিরুদ্ধে ধর্ষণ মামলার আসামীর পক্ষে শালিসনামা প্রদানের অভিযোগ সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে নতুন ৪ সদস্য চুনারুঘাটে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিন্দ্বন্দ্বিতায় তৃনমূলের জনপ্রিয় প্রার্থী রায়হান উদ্দিন নসরতপুরে মাইক্রোবাস চালককে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মারধোর করার অভিযোগ ॥ সড়ক অবরোধ মাতৃমঙ্গলের আয়া চন্দনার বিরুদ্ধে ক্লিনিকে রোগীর পাঠানোর অভিযোগ শহর থেকে আবারও মোটর সাইকেল চুরি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নজরুল গ্রেফতার নবীগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ॥ ব্যাপক ক্ষয়ক্ষতি

শায়েস্তানগরে অবৈধ টমটমের স্ট্যান্ড গড়ে উঠায় বিড়াম্বনায় সাধারণ মানুষ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৭২ বা পড়া হয়েছে

রাহিম আহমেদ ॥ হবিগঞ্জ শহরতলীর পইল এড়ালিয়া তেঘরিয়া সহ কয়েক গ্রামের হাজার মানুষ শহরে প্রবেশ করার একমাত্র প্রবেশ মুখ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর অথচ এখানে অবৈধভাবে টমটম (ইজিবাইকের) স্ট্যান্ড গড়ে উঠায় এতে করে স্বাভাবিক যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, অবৈধভাবে টমটম পার্কিং করায় এতে করে রাস্তায় প্রায় সময়ই যানজট লেগেই থাকে এমন কি ছোট খাটো দূর্ঘটনা ঘটেই চলছে। একদিকে বেপরোয়া বাইক অন্যদিকে রাস্তার দু’পাশে ঘড়ে উঠা অবৈধ টমটমের স্ট্যান্ড, এ যেন মরার উপরে খারার ঘা, দিনের পর দিন এভাবে রাস্তার দু’পাশে টমটম দাড় করিয়ে স্বাভাবিক চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ঐ রাস্তা দিয়ে নিয়মিত চলাচলরত কয়েকজনের সাথে কথা বলে জানা যায় তাদের মধ্যে খুব বিরাজ করছে, কয়েকজন অফিসগামী লােক বলেন গ্রাম থেকে শহরে আসি তাড়াতী কিন্তু শায়েস্তানগরে সবসময় যানজট লেগেই থাকে এজন্য আমাদের অফিসে যেতেও একটু বিড়ম্বনা পোহাতে হয়, এসময় অন্য একজন পথচারী বলেন এই রাস্তা দিয়ে চলতে এখন ভয় হয়, কারণ কখন জানি টমটম ধাক্কা দিয়ে দেয়, এছাড়া উক্ত এলাকার কয়েকজন ব্যবসায়ী বলেন রাস্তার দু’পাশে সারি সারি টমটম দাড়িয়ে রাখায় টিকমত ব্যবসা ও করতে পারছি না, স্থানীয় একজন চা বিক্রেতা বলেন নাম প্রকাশ করতে অনিচ্ছুক তিনি বলেন সকাল থেকে রাত অবধি এই টমটমগুলা দাড়িয়ে থাকে, এতে করে সাধারণ পথচারীদের খুবি বিড়ম্বনায় পড়তে হয়, এমন কি একজন যে চা খাওয়ার জন্য আমার দোকানে আসবেন এই টমটম রাখার ফলে আসতে পারেন না। এমন কি যানজট সবসময় লেগেই থাকে, এ সময় কয়েকজন পথচারী এই অবৈধ টমটম রাস্তা থেকে সরিয়ে নেওয়ার জন্য দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com