বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

চুনারুঘাটে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিন্দ্বন্দ্বিতায় তৃনমূলের জনপ্রিয় প্রার্থী রায়হান উদ্দিন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২০০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদের রেষ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ঢামাঢোল। নির্বাচন কমিশনের ঘোষিত তথ্য অনুযায়ী আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম দফার উপজেলা নির্বাচন। ইতিমধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা হয়ে গেছে। এদিকে সময় ঘনিয়ে আসার সাথে সাথে চুনারুঘাট উপজেলার সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী দৌড় ঝাপ শুরু করেছেন। বিশেষ করে নবীণদের নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে সাধারণ ভোটারদের মাঝে সাড়া ফেলেছে ব্যাপক ভাবে। চায়ের দোকান, পাড়া মহল্লা, মাঠঘাট, হাটবাজার, খেলার মাঠসহ সর্বত্র সাধারণ মানুষের মাঝে চলছে সরগরম আলোচনা। দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ায় দলীয় প্রার্থীরা দল মনোনীত একক নির্বাচন না করতে পেরে হতাশায় আছেন। রয়েছে দলের একাধিক প্রার্থী। এ সুযোগ কাজে লাগাতে মাঠে চষে বেড়াচ্ছন নবীন প্রার্থীরা। সকল প্রার্থীরাই নিজ যোগ্যতায় নির্বাচনে ভোটের মাধ্যমে বের হয়ে আসতে হবে। এলাকাবাসির মতে, দলমত নির্বিশেষে চুনারুঘাট উপজেলার সাধারণ মানুষ উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মোঃ রায়হান উদ্দিনকে। খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার বৃহত্তম ১নং গাজিপুর ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও তরুণ প্রজন্মের পথ নির্দেশক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন রায়হান উদ্দিন। সাধারণ মানুষের মধ্যে তার আকাশচুম্বি যে জনপ্রিয়তা রয়েছে তাতে তাকে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করলে তার বিজয়ী হওয়া প্রায় সুনিশ্চিত। প্রতিটি গ্রামগঞ্জের মানব ও সমাজ সেবায় তিনি থেকেছেন সামনের সারিতে। দিয়েছেন সফল নেতৃত্ব। দেশ ও জনগণের অধিকার রক্ষায় তিনি একজন নিবেদিত প্রাণ। জনবান্ধব এবং পরীক্ষিত ও লড়াকু সমাজ সেবক। প্রচলিত রাজনৈতিক ধারায় থাকলেও লোভ লালসার স্রোতে গা ভাসাননি তিনি। তৃণমুল তরুণ ও যুবসমাজের সঙ্গে থেকে এখনও সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন তিনি। নির্বাচনের ঘোষণা আসার পূর্বেই চুনারুঘাট উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে কে কে প্রার্থী হতে চান তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ইতোমধ্যেই অনেকেই উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের জানান দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, চুনারুঘাট সদর ইউনিয়নের বার বার নির্বাচিত ও পদত্যাগকারী চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি লুৎফুর রহমান চৌধুরী ও মোঃ রায়হান উদ্দিন। মোঃ রায়হান উদ্দিন বলেন, জনগণ যদি আমাকে চেয়ারম্যান বানায়। তাহলে আমি জনগণের অধিকার আদায়ে সচেষ্ট অগ্রণী ভূমিকা পালন করব। আমার রাজনীতি মুলত জনগণকে নিয়ে। তিনি বলেন, আমি বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে নিরলস ভাবে কাজ করতে চাই। আমি মৃত্যুর পুর্ব মূহুর্ত পর্যন্ত জনগণের সেবক হিসেবে জনগণের হৃদয়ে থাকতে চাই। আশা করি চুনারুঘাট উপজেলাবাসী আমাকে সেই সুযোগ দিবেন। জানা গেছে, মোঃ রায়হান উদ্দিন উপজেলার সর্ব বৃহৎ গাজিপুর ইউনিয়নের গোবরকলা গ্রামের সন্তান। রায়হান জানান তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখ্য, মোঃ রায়হান উদ্দিন ঢাকা সরকারি বাংলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ে মেধবী ছাত্র ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com