স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চোরের উপদ্রব বেড়েছে। মোটর সাইকেলের পাশাপাশি গরুও চুরি হচ্ছে। গত ১ সপ্তাহে শহর থেকে বেশ কয়েকটি মোটর সাইকেল চুরি হলেও এখন পর্যন্ত একটি মোটর সাইকেলেরও সন্ধান পায়নি পুলিশ জানিয়েছেন ভুক্তভোগীরা। গত মঙ্গলবার রাত ৮টার দিকে প্রেসক্লাব সড়কের রেড ক্রিসেন্ট ভবনের সামন থেকে এপ্রাচি ১৫০ সিসি মোটর সাইকেল নিমিষেই নিয়ে যায় চোর। যার মালিক অনিক হাদিস। অপরদিকে গত শুক্রবার নতুন স্টেডিয়াম এলাকা থেকে আইনজীবি সহকারি মোহন খানের বাজাজ ১০০ সিসি একটি মোটর সাইকেল চুরি হয়। এরকম আরও কয়েকটি মোটর সাইকেল চুরি হয়েছে। গত মঙ্গলবার দুপুরে শহরের সুলতান মাহমুদপুর এলাকার জনৈক জুয়েল মিয়ার ৩টি অষ্ট্রেলিয়ান গাভীকে বা কারা নিয়ে যায়। এ বিষয়ে সদর থানায় ডায়েরী করা হয়েছে। তবে পুলিশ জানিয়ে এসব উদ্ধারে অভিযান অব্যাহত আছে।