স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের চাঞ্চল্যকর হাফেজ স্বপন হত্যা মামলার অন্যতম আসামি জালালাবাদ গ্যাস অফিসের কর্মচারি আইয়ূব আলী (৪৫) এর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার দুপুরে রিমান্ড শুনানী শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বাদিপক্ষের আইনজীবি এমদাদুল হক শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবির এসআই সাব্বির আহমেদ হত্যার রহস্য উন্মোচনের জন্য ৩ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে আদালত এ আদেশ দেন। আইয়ূব আলী পশ্চিম ভাদৈ গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র। গত ২৩ এপ্রিল রাত ১০টায় ওই এলাকার জমির আলীর পুত্র কোরআনে হাফেজ স্বপনকে ছুরি দিয়ে হত্যা করে একই এলাকার মাইনুল, আব্দুল আলী, আইয়ূব আলীসহ কয়েকজন।
এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে হত্যা মামলা করেন। পরে পুলিশ মাইনুল কে ধৃত করে কারাগারে প্রেরণ করে এবং ছোড়া উদ্ধার করে। সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পরে আইয়ুব আলীকে পুলিশ ধৃত করে। এরপর থেকেই তিন জন কারাগারে রয়েছে।