নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় মা ও দুই ছেলে আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ১ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত রবিবার বিকেলে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের মৃত আরজান উদ্দিনের স্ত্রী খায়রুন্নেছা (৫০), ছেলে জালাল উদ্দিন (২৮), মোস্তাকিম উদ্দিন (২৫)। জানা যায়, গত শনিবারে মৃত আরজান উদ্দিনের ছেলে মোস্তাকিম উদ্দিনের কাছ থেকে ১০ হাজার টাকার মাছ ক্রয় করে একই গ্রামের জমাত মিয়া। মাছ ক্রয় করে ৫ হাজার টাকা দিয়ে পরবর্তীতে অবশিষ্ট ৫ হাজার টাকা দিবেন বলে জানান জমাত মিয়া। পরদিন বিকেলে জমাত মিয়ার কাছে পাওনা ৫ হাজার টাকা চায় মোস্তাকিম। এ সময় জমাত ক্ষিপ্ত হয়ে মোস্তাকিমকে গালিগালাজ করে। এক পর্যায়ে জমাত ও তার লোকজন মোস্তাকিমের উপর দেশীয় অস্ত্র-শস্ত্রসহ হামলা চালায়। এ সময় মোস্তাকিমকে বাঁচাতে তার মা খায়রুন্নেছা ও ভাই জালাল উদ্দিন এগিয়ে গেলে তাদের উপরও হামলা করা হয়। এতে মা ও দুই ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় খায়রুন্নেছা (৫০) সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় খায়রুন্নেছা বাদী হয়ে ৫ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।