স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন ব্যক্তি। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামে আব্দুল লতিফের পুত্র আছকির মিয়া (৫৫), নিজামপুর গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র হিরাজ মিয়া (৫২) ও গোপায়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র সামছুল মিয়া (৫০) মারা যান। তাদের পরিবারের সদস্যরা জানা, প্রচন্ড গরমের কারণে পৃথক পৃথকভাবে ওই ৩ জন অচেতন হয়ে পড়েন। সাথে সাথে পরিবারের সদস্যরা তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন।