নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্থ ২০ জনকে এবং সাতাইহাল গ্রামের ২ জনের মাঝে নগদ অর্থ, কাপড় ও কম্বল বিতরণ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এমপি। শনিবার বিকেলে ও রাতে সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ, কাপড় ও কম্বল বিতরণ করেন সংসদ সদস্য। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সরেজমিন পরিদর্শনকালে নোয়াগাঁও গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এমপি। এ সময় তিনি সবাই ধৈর্য ধারণ করার আহবান জানান।