শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

বিএনপির মেয়র প্রার্থী এনামুল হক সেলিম এর ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ॥ জলাবদ্ধতা নিরসন-দুর্নীতিমুক্ত পৌরসভা গঠন-স্বচ্ছতা ও জবাবদিহিতা অগ্রাধিকার

  • আপডেট টাইম বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী এডভোকেট মোঃ এনামুল হক সেলিম ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন। গতকাল দুপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে জলাবদ্ধতা নিরসন, স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা, দূষনমুক্ত পরিবেশ নিশ্চিত করন, দুর্নীতিমুক্ত পৌরসভা গঠন, জনস্মৃক্ত বাজেট, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড বৃদ্ধি ও মাদকমুক্ত শহর গঠনসহ ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, পৌর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান ফারছু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট শামসু মিয়া চৌধুরী, এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক সামছু উদ্দিন, জেলা বিএনপি নেতা মহিবুল ইসলাম শাহীন, সদর থানা বিএনপির আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা তাতীদলের সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা লিটনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইশতেহারের উল্লেখ্য যোগ্য দিকগেুলো হলো- জলাবদ্ধতা, জলাবদ্ধতা এই শহরে একটি অন্যতম সমস্যা। জলাবদ্ধতা দূর করা হবে আমার প্রথম কাজ। যেন শহরবাসী এই বর্ষা থেকেই এর সুফল দেখতে পারেন। দূষনমুক্ত পরিবেশ-আপনারা সবাই হবিগঞ্জ শহরে পরিবেশ দুষনের ব্যাপারে অবহিত আছেন। পৌরসভার জন্য জায়গা কেনাস্বত্বে ও সেখানে আবর্জনা ফেলার ভাগাড় তৈরি করা যায়নি। কেনো ? আমি নির্বাচিত হলে দেশী বিদেশী বিশেষজ্ঞের পরামর্শক্রমে একটি সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলবো। দুর্নীতিমুক্ত পৌরসভা-দুর্নীতিমুক্ত পৌরসভা আমার অন্যতম প্রধান অংগীকার। এই লক্ষ্যে আমি পৌরসভার সকলকাজে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করবো। স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা পৌরসভার উন্নয়নে প্রথমেই ১০০ দিনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করা হবে। ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে নাগরিকদের মতামত নেয়া হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য প্রতিটি ওয়ার্ড ভিত্তিক “সিটিজেন গ্রুপ” করা হবে যার মাধ্যমে এলাকার সমস্যা গুলোর সমাধান ওপৌরসভা উন্নয়নের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মাদক মুক্ত শহর-মাদক আমাদের একটি জাতীয় সমস্যা। এর থেকে মুক্তি পেতে পরিবার থেকে এলাকার প্রতিটি পর্যায়ে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। শিশু কিশোরদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতি ককর্মকান্ডের সুযোগ বাড়ানোহবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com