নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কালিয়ারভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ২০১৪ শুরু হয়েছে। গতকাল বিকালে এ টুর্নামেন্টের আনুষ্টানিক উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, কালিয়ারভাঙ্গা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ পাঠান, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী প্রমূখ। উদ্বোধনী খেলায় সমরগাঁও ফুটবল একাদশ বানিয়াচংয়ের মুরারআব্দা ফুটবল একাদশের মোকাবেলা করে। খেলার দ্বিতীয়ার্ধে সমরগাঁও ফুটবল একাদশের স্টাইকার বাদল সরদার একমাত্র গোলটি করেন। খেলার ধারা ভাষ্য দেন ওসমানীনগর থানার রানা। টুর্নামেন্টের প্রথম পুরস্কার সোনার নাও সোনার বৈঠা। দ্বিতীয় পুরস্কার একটি একুশ ইঞ্চি কালার টিভি।