সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

সাত বছর পর দেখা তারেক-কোকোর

  • আপডেট টাইম শনিবার, ৭ জুন, ২০১৪
  • ৪৬২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ প্রায় ৭ বছর পর গত সোমবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর দেখা হয়েছে। এ সময় একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তাদের পরিবার ও সন্তানরাও এ সময় চোখের জল ধরে রাখতে পারেননি। এ সময় পুরো হোটেল-কক্ষের পরিবেশ গম্ভীর হয়ে ওঠে।শারীরিক চেকআপের জন্য যুক্তরাজ্যের লন্ডন থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে গেছেন তারেক রহমান। আগে থেকেই হোটেলে সপরিবারে অবস্থান করছিলেন কোকো। সেখানে আসামাত্রই দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরেন, একপর্যায়ে কেঁদে ফেলেন। রাজধানীর সেনানিবাসের বাড়ি থেকে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ভোরে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন আরাফাত রহমান কোকো। একই বছরের ৭ মার্চ গ্রেপ্তার হন তারেক রহমান। এরপর দুই ভাইয়ের আর দেখা হয়নি। যদিও পৃথকভাবে তারেক রহমান ও কোকোর সঙ্গে সাক্ষাৎ হয় মা খালেদা জিয়ার।
চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনে যান। একই বছরের ১৭ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পরদিন চিকিৎসার জন্য থাইল্যান্ড যান আরাফাত রহমান কোকো। একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থাইল্যান্ড থেকে তিনি মালয়েশিয়ায় যান। এর পর থেকে সেখানেই অবস্থান করছেন খালেদা জিয়ার এই ছোট ছেলে।
এদিকে যুক্তরাজ্য শাখা বিএনপির নেতারা বলছেন, তারেক রহমান কুয়ালালামপুরে গেছেন জালান কিয়া পেংয়ে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে শারীরিক পরীক্ষা করাতে। তবে অন্য সূত্রে জানা যায়, বিএনপির বর্তমান অন্তর্কোন্দল ও সাংগঠনিক স্থবিরতা থেকে বের করে কীভাবে দলকে চাঙ্গা করা যায়, সে বিষয়ে কোকোর সঙ্গে পরামর্শের জন্য মালয়েশিয়া গেছেন তিনি।
মালয়েশিয়া বিএনপি নেতারা জানিয়েছেন, এলিট ফোর্স র‌্যাব বিলুপ্তির দাবিতে জনমত গঠনের অংশ হিসেবে মালয়েশিয়ায় গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করবেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। ৯ জুন এ কর্মসূচি অনুষ্ঠিত হতে পারে। তবে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে সিঙ্গাপুর না গেলে হয়তো ৮ জুন মালয়েশিয়ায় বিএনপির আরেকটি কর্মসূচিতে উপস্থিত থাকবেন তারেক রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com