বুধবার, ২১ মে ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

হবিগঞ্জে ট্রাফিক পুলিশের চাঁদাবাজীর বিরুদ্ধে সিএনজি শ্রমিকের সড়ক অবরোধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চাঁদা দাবী করে শ্রমিক নেতাকে ট্রাফিক পুলিশের মারপিট এর প্রতিবাদে তিন ঘন্টা সড়ক অবরোধ করছে সিএনজি শ্রমিকরা। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত হবিগঞ্জ শহরের শায়েস্তানগর সিএনজি স্টেশন এলাকার প্রধান সড়ক অবরোধ করেন তাঁরা। তবে ট্রাফিক পুলিশ বলছে এখানে চাঁদা দাবীর কোন ঘটনা ঘটেনি। একটি নাম্বারবীহিন সিএনজি আটককে কেন্দ্র করে তাঁরা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করেছিলে। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী, ট্রাফিক ইন্সপেক্টর অরুণ বিকাশ দেওয়ান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একই সাথে উভয় পক্ষের মধ্যে সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত হয়।
শ্রমিক নেতৃবৃন্দরা জানান, সম্প্রতি জাকির নামে হবিগঞ্জ জেলা সিএনজি সমিতির যুগ্ম সম্পাদককে মাসোহারা চাঁদার জন্য মারপিট করেন ট্রাফিকের টিএসআই খলিলুর রহমান। পরে বিষয়টি সিএনজি শ্রমিক নেতৃবৃন্দ জানতে পারলে তারা এর প্রতিবাদে সড়ক অবরোধ করেন। এ ব্যাপারে ট্রাফিক ইন্সপেক্টর অরুন বিকাশ দেওয়ান জানান, রাস্তা বন্ধ ছিল। এখন স্বাভাবিক ভাবেই যানবাহন চলাচল করছে। শ্রমিককে মারধর করার কথা শুনেছি। কোন চাঁদ দাবীর কথা আমার জানা নেই। যদি এমন কিছু হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমার ট্রাফিক অফিস এবং সদস্যরা কোন প্রকার চাঁদা নেয় না। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com