রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি চুনারুঘাটের কালেঙ্গা টিলার মাটি পাচার তারুণ্যের জনসভা সফল করতে হবিগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবিগঞ্জে সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি করণীয় শীর্ষক মতবিনিময় সভা পুকড়ায় এখনও বহাল তবিয়তে আওয়ামীলীগ সভাপতি নানু মিয়া মাধবপুর ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক ইেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ অনন্তপুরে ছিচকে চোর আটক বিয়ে স্থায়ী হয়নি ॥ ক্ষোভে ঘটককে হত্যা করলো যুবক

বিজয় দিবসের আলোচনা সভায় এমপি আবু জাহির ॥ ধর্মের নামে ধোঁকাবাজির রাজনীতি সাধারণ জনগণ প্রত্যাখ্যান করেছে

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। আমাদের এই গৌরবের ইতিহাস জানতে হবে। ৭০ এর নির্বাচনে জনগনের ভোটে বিজয়ী আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় বসতে না দেয়ায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনের মাধ্যমেই শুরু হয়েছিল দেশের স্বাধীনতার সংগ্রাম। ৭১ এর পরাজিত শত্রুরা আওয়ামী লীগের ভিতরে থাকা খন্দকার মোশতাককে ব্যবহার করে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করেছিল। এখনও আওয়ামী লীগের ভিতর খন্দকার মোশতাকের প্রেতাত্মারা অনুপ্রবেশ করেছে। তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি কিন্তু শেখ হাসিনাকে হারাতে চাই না। দেশে সব সময় ধর্মের নামে ধোঁকাবাজীর রাজনীতি করেছে জামায়াতসহ তাদের দোসররা। জনগন এদেরকে বার বার প্রত্যাখান করেছে। গত বুধবার রাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর টাউন হলে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, এডভোকেট আবুল ফজল, এডভোকেট মনোয়ার আলী, ডাঃ অসিত রঞ্জন দাশ, এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, আতাউর রহমান সেলিম, এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, নুর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, এডভোকেট সুলতান মাহমুদ, এডভোকেট হুমায়ুন কবীর সৈকত, আবুল কালাম আজাদ, এডভোকেট আফিল উদ্দিন, এডভোকেট আতাউর রহমান, এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, এডভোকেট শাহ ফখরুজ্জামান, ফরহাদ হোসেন কলি, এডভোকেট নুরুল ইসলাম তালুকদার, শংখ শুভ্র রায়, মোস্তফা কামাল আজাদ রাসেল, নাজমুল হোসেন, অ্যাডভোকেট সুবীর রায়, হুমায়ুন কবীর রেজা, এডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, মিজানুর রহমান শামীম, হাবিব খান, স্বপন লাল বণিক, এডভোকেট সজল খান, জিতু মিয়া চৌধুরী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বোরহান চৌধুরী, জেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মহিবুর রহমান চৌধুরী, পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি।
বুধবার সুর্যোদয়ের সাথে সাথে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ দুর্জয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মরহুম মোস্তফা আলী, মরহুম এম এ রব ও মরহুম ডা. সামছুল হোসেন উমদা মিয়ার কবরস্থানে পুষ্প স্তবক অর্পন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com