নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য যুবদলের অন্যতম সদস্য ও যুক্তরাজ্য পোর্টস্মাউর্থ যুবদলের আহব্বায়ক জুয়েল চৌধুরী। দলীয় প্রতীক ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য তিনি হাই কমান্ডের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। হাই কমান্ড থেকেও তাকে মাঠে কাজ করার জন্য। সবুজ সংকেত পেয়েছেন বলেও তিনি জানিয়েছেন। সাবেক তোখোঁর ছাত্রনেতা জুয়েল চৌধুরী, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি একজন ক্রীড়া সংগঠক, সমাজিক, সাস্কৃতিক সংগঠনের জরিত থেকে সামাজের উন্নয়নমুলক কর্মকান্ডে বেশ সুনাম রয়েছে। তিনি, যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ জেলা এসোসিয়েশন পোটস্মাউর্থ শাখার ৩য় বারের মত সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন, পোটস্মাউর্থ, হাম্পশেয়ার ইউ কে টানা তৃয়ীয় বাবের মত ট্রেজারারের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়াও তিনি, নবীগঞ্জ শহরের জয়েল ম্যানশনের স্বত্তাধিকারী, ব্যাবসায়ী মহলে ও ক্লিন ইমেজের অধিকারী হিসাবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। এ ব্যাপারে জুয়েল চৌধুরী বলেন, নবীগঞ্জ পৌরবাসীর সুখে, দুঃখে অতীতেও পাশে ছিলাম বর্তমানে ও আছি, ভবিষ্যৎ থাকব ইনশা-আল্লাহ্। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর আদর্শে অনুপ্রাণীত হয়ে ১৯৮৯ সালে ছাত্রদলের রাজনীতি প্রবেশ করি। ৯০’এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দলের দুঃসময়ে সময় রাজপথে ছিলাম বর্তমানে আছি। দলের হাইকমান্ডের সবুজ সংকেত পেয়ে’ই নবীগঞ্জ পৌর নির্বাচনে অংশ গ্রহনের প্রস্তুতি নিচ্ছি, আশা করি দল আমার ত্যাগের মুল্যায়ন করবে, দলীয় মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।