শনিবার, ১৭ মে ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় আরও ১ জন গ্রেফতার ইন্টারনেট অপব্যবহার থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে বাহুবলে শিক্ষার্থীদের শপথ মাধবপুরের ইউপি চেয়ারম্যান মাসুদ খানকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ মালয়েশিয়ায় হবিগঞ্জের যুবকের মৃত্যু ॥ সুখের মুখ দেখার শুরুতেই না ফেরার দেশে মহিবুর হবিগঞ্জ পৌর এলাকার ৩ ওয়ার্ডে লোডশেডিং ॥ জনদূর্ভোগ চরমে শ্মশানঘাটের পশ্চিমে বাইপাস পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কারাগার থেকে থানায় নিয়ে যাওয়া রিমান্ডের আসামি অসুস্থ নবীগঞ্জে টাকা ছিনতাইকালে জনতার হাতে ২ যুবক আটক ॥ পুলিশে হস্তান্তর করেননি সাবেক কাউন্সিলার!

নবীগঞ্জে জোর পূর্বক কলকলিয়া নদীর মাছ ধরে নিয়ে যাচ্ছে একদল দুর্বৃত্ত

  • আপডেট টাইম রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বাউসা ইউনিয়নের চানপুর গ্রামের কলকলিয়া নদীতে প্রতিদিন দিনে রাতে মাছ জোর পূর্বক মাছ ধরে নিয়ে যাওয়ার মহা উৎসব চলেছে। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করার করা পর নেই কোন ভূমিকা। দূর্বত্তরা মাছ নিধনের ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছেন লীজকৃত দখলদার সমিতি। এর প্রতিকার চেয়ে থানায় পরপর অভিযোগ দেওয়ার পুলিশের নেই কোন ভূমিকা। কোন প্রতিকার না পেয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ দায়েরের পর থেকেই তাদের মাছ নিধনের মাত্রা আরো বেড়ে গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, মাছ নিধনকারী একদল দাঙ্গাবাজ, লাঠিয়াল, মামলাবাজ চোর, ডাকাত প্রকৃতির লোক। আইন অমান্যকারী ও সামাজিক বিচার আচারের ধার ধারে না। গ্রামের নদীর পাড়ে বসত বাড়ী হওয়ার সুবাধে প্রভাব কাটিয়ে লীজকৃত সমিতির লোকজনকে বিভিন্ন মামলার ভয়ভর্তী প্রদর্শন করে পাহারাদাদের অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন সময়ে কলকলিয়া নদীর মাছ নিধন এবং মাছ খাদ্যর জন্য নদীতে রাখা কাটা, বাশ তুলে নিয়ে যায়। গজনাউপুর ইউনিয়নের সুনারো গ্রামের মনিকান্ত সরকার কলকলিয়া নদী নামক জল মহালখানা ভুমি মন্ত্রনালয় হতে উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪২৭ থেকে ১৪২৯ বাংলা সনের চৈত মাস সন পর্যন্ত বন্দোবস্ত পান। সরকার এর পক্ষে স্থানীয় প্রশাসন হতে তার লীজকৃত নদীর দখল সমজিয়ে দেন। মনিকান্ত সরকার নদীটি দেখাশুনা করার জন্য পাহাড়াদার নিয়োগ করেন। কলকলিয়া নদী লীজ পাওয়ার পর থেকেই কিছু দুর্বৃত্ত নদীর মাছ লুটপাট করে নিয়ে যায়। প্রতিবাদ করলেই বিভিন্ন হুমকি ধামকি দেয়। থানায় মামলা দায়ের পর থেকে জোর পূর্বক মাছ নিধনকারীরা যেন আরো ভয়ংকর হয়ে উঠেছে। দিন দিন বাড়ছে মাছ চুরির হিড়িক। দুশ্চিন্তায় থাকতে হচ্ছে প্রতিনিয়ত মনিকান্ত সরকারকে। কবে যে এই মাছ চুরের দলের হাত থেকে রক্ষা পাবে কলকলিয়া নদী। এমন অবস্থায় এর প্রতিকার চেয়ে নদীর লীজকৃত মনিকান্ত সরকার হবিগঞ্জ জেলা প্রশাসকের বরাবর একটি লিখিত অভিযাগ দায়ের করলে জেলা প্রশাসক নবীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জকে দ্রুত আইননানুগ ব্যবস্থার নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com