স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত ও জেলা প্রশাসনের সহযোগীতায় হবিগঞ্জ সদর হাসপাতালে কোভিড রোগীদের ব্যবহারের জন্য ২টি হাই ফ্লো ন্যাজাল ক্যনুলা হাসপাতাল কতৃপক্ষের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা এ কে এম মুস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা মুখলিছুর রহমান উজ্জ্বল, তত্বাবধায়ক ডা হেলাল উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক সহ সিভিল সার্জন অফিস ও সদর হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এখন থেকে হবিগঞ্জে জটিল কোভিড রোগীরা হাই ফ্লো অক্সিজেনের সুবিধা পাবে বলে আশা প্রকাশ করেন।