শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

হবিগঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে নজরুল জয়ন্তী উদযাপন

  • আপডেট টাইম সোমবার, ২৬ মে, ২০১৪
  • ৩৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নজরুল একাডেমী হবিগঞ্জ জেলা শাখা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল রবিবার সন্ধ্যায় নজরুল একাডেমী হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিউল আলম, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহান আরা খাতুন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সভাপতি হারুনুর রশিদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে কবি নজরুলের উপর বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ। স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমীর সিলেট বিভাগীয় সমন্বয়কারী আব্দুল আউয়াল তালুকদার। বক্তৃতা করেন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, উপাধ্যক্ষ আব্দুজ জাহের, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আলমগীর খান, বাসস প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, আমজাদ হোসেন চৌধুরী, আলাউদ্দিন আহমেদ প্রমূখ। পরে শাহ আলম চৌধুরী মিন্টুর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয়ং শিল্পীরা গান পরিবেশন করেন।
মূল প্রবন্ধে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ বলেন- বাংলা সাহিত্যে এক বিস্ময়কর প্রতিভার নাম নজরুল। রবীন্দ্র প্রতিভা যখন বাংলা সাহিত্যের মধ্যগগনে দেদীপ্যমান ঠিক তখনই বিদ্রোহী কবি নজরুলের ধূমকেতুর মতো আবির্ভাব। তিনি বাংলা সাহিত্যে রবীন্দ্রবলয়ের বাইরে গিয়ে এক স্বতন্ত্র ধারা সৃষ্টি করেছেন। সমালোচকরা যাই বলুক না কেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে আপন মহিমায় সমুজ্জল হয়ে থাকবেন চিরকাল। সময়কে অতিক্রম করে আজও তিনি সমভাবে আরাধ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com