স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে বিএনপির কেন্দ্রীয় নেতা, মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব এর সৌজন্যে হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে পিপিই প্রদান। গতকাল শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহিরের নিকট পিপিই হস্তান্তর করেন হবিগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার আহমুদুর রহমান আবদাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিম। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি রাসেল চৌধুরী, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী। বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হারুনর রশীদ হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি হাসবী সাঈদ চৌধুরী, জেলা যুবদলের সহ সভাপতি মোঃ ফারুক আহমেদ, সহ সভাপতি এমদাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সালাউদ্দিন টিটু, সৈয়দ দিলু, সহ সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান আজিজ, জেলা ছাত্রদল এর সহ সভাপতি মোঃ এনামুল হক এনাম, আব্দুস সালাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী রাজা উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমেদ প্রমূখ।